সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫২:৪৩

ওদের মতো ক্রিকেটার তৈরি করবেন না: গৌতম গাম্ভীর

ওদের মতো ক্রিকেটার তৈরি করবেন না: গৌতম গাম্ভীর

স্পোর্টস ডেস্ক: ভারতের দুই সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিকে নিয়ে কঠোর মন্তব্য করলেন দিল্লীর সাংসদ গৌতম গাম্ভীর। ধোনি-কোহলিকে ‘দৈত্যে’র সঙ্গে তুলনা করে গৌতম গাম্ভীর বললেন, ওদের মতো ক্রিকেটার তৈরি করবেন না। 

তার আর্জি, দয়া করে ভারতীয় ক্রিকেটে আর ধোনি-কোহলির মতো ‘দৈত্য’ তৈরি করবেন না। এই ক্রিকেটারের মতে, ভারতীয় ক্রিকেটে এক জন বা দুইজন ক্রিকেটার এত বড় নাম হয়ে যান যে বাকিদের সবাই ভুলে যায়। সেটা ঠিক নয়। দলে সবার সমান গুরুত্ব থাকা উচিত। 

সংবাদমাধ্যমে গাম্ভীর বলেন, ‘‘দয়া করে সাজঘরে ধোনি ও কোহলির মতো দৈত্য তৈরি করবেন না। কোনও ব্যক্তি নয়, ভারতীয় ক্রিকেটই একমাত্র সব। এটা সবার মনে রাখা উচিত। এক জন বা দুইজনের ছায়ায় বাকিরা উঠে আসতে পারছে না।’’

এশিয়া কাপের কথা তুলে এনে গাম্ভীর বলেন, ‘‘এশিয়া কাপে কোহলি শতরান করল। সবাই সেই শতরান নিয়ে মেতে রইল। গোটা দেশে উৎসব হল। লোকে ভুলে গেল যে সেই ম্যাচেই ভুবনেশ্বর কুমার পাঁচ উইকেট নিয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমি ছাড়া ধারাভাষ্যকারদের মধ্যেও কেউ ভুবনেশ্বরের কথা তোলেনি।’’

উল্লেখ্য, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন গৌতম গাম্ভীর। অথচ দুটি ফাইনালেই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন অন্য ক্রিকেটার। ২০০৭ সালে ইরফান পাঠান ও ২০১১ সালে ধোনি সেরার পুরস্কার পেয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে