সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২০:৪৭

বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে যা বললেন লোকেশ রাহুল

বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে যা বললেন লোকেশ রাহুল

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার থেকে ভারত–অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। বিশ্বকাপের আগে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে লোকেশ রাহুল বললেন, একটা দল হিসাবে খেলেই বিশ্বকাপ জেতা আমাদের লক্ষ্য এখন।

এই অবস্থায় লোকেশ রাহুল বলছেন, ‘‌সব ক্রিকেটারেরই কিছু না কিছু খামতি থাকে। আমিও স্ট্রাইক রেট নিয়ে ভাবিত। তবে এটাও ভেবে দেখতে হবে, দল এখানে কতটা উপকৃত হচ্ছে। আমার এই স্ট্রাইক রেটেও যদি দল জেতে, তাহলে এত ভাবার দরকার নেই।’‌ 

এরপরই রাহুলের সংযোজন, ‘‌ওপেনার হিসাবে স্ট্রাইক রেট আরও কীভাবে বাড়ানো যায়, সেই চেষ্টাই করছি। শুধু তাই নয়, যেকোনও পরিস্থিতিতে রান কীভাবে বাড়ানো যায়, সেদিকেও নজর দিচ্ছি।’‌ 

রাহুলের কথায়, ‘‌সমালোচনা অনেক বিষয়েই হয়। কিন্তু একজন ক্রিকেটারের কাছে গুরুত্বপূর্ণ, বিষয়টা অধিনায়ক, কোচ ও সতীর্থরা কীভাবে নিচ্ছে। প্রত্যেক ক্রিকেটারের একটা নির্দিষ্ট ভূমিকা থাকে। সেটা মাঠে নেমে কার্যকর করতে হয়। একটা দল হিসাবে খেলেই বিশ্বকাপ জেতা আমাদের লক্ষ্য এখন।’‌ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে