মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪৬:৪৭

দেখতে পেয়েই ছুটে গিয়েছিলেন অর্শদীপ, ফিরিয়ে দেন ওয়াসিম আকরাম

দেখতে পেয়েই ছুটে গিয়েছিলেন অর্শদীপ, ফিরিয়ে দেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ খেলার সময় ওয়াসিম আকরামকে দেখেই ছুটে যান অর্শদীপ সিং। নিজের আইকনিক বোলারের কাছে যান পরামর্শের আশায়। পাকিস্তানের সাবেক অধিনায়ক ভারতের তরুণ জোরে বোলারকে ফিরিয়ে দেন।

আইপিএলে নজর কেড়েছিলেন অর্শদীপ। সেই সাফল্যের সুবাদে ডাক পেয়েছেন ভারতীয় দলে। আন্তর্জাতিক স্তরেও সাফল্য পেতে শুরু করেছেন তরুণ বাঁহাতি জোরে বোলার। ছোট থেকেই অর্শদীপের আদর্শ আকরাম। পাকিস্তানের সাবেক ক্রিকেটারকে দেখেই তার বাঁহাতি জোরে বোলার হয়ে ওঠা। 

সেই আকরামকে হাতের কাছে পান দুবাইয়ে। দেখতে পেয়েই ছুটে গিয়েছিলেন অর্শদীপ, ফিরিয়ে দেন ওয়াসিম আকরাম। এশিয়া কাপ খেলার ফাঁকেই অর্শদীপ যান পরামর্শের জন্য। অথচ, আকরাম তাকে কোনও পরামর্শই দেননি! এমনই জানিয়েছেন অর্শদীপের কোচ যশবন্ত রাই।

যশবন্ত বলেছেন, ‘‘অর্শদীপ পরামর্শের জন্য আকরামের কাছে গিয়েছিল। কিন্তু কোনও পরামর্শ পায়নি।’’ অর্শদীপকে কী বলেছিলেন সাবেক জোরে বোলার? যশবন্ত বলেছেন, ‘‘অর্শদীপের কাছেই শুনেছি সবটা। আকরাম ওকে বলেছেন, ‘সর্দারজি তুমি খুব ভাল বল করছ। তুমি খুবই ভাল বোলার।”

তিনি বলেন, “তোমার যদি মনে হয় সঠিক ভাবে বল করতে পারছ, তা হলে আমার কাছে আসবে না। যদি আমার কাছে কিছু শিখতে চাও, যদি আমার কোনও সাহায্য তোমার প্রয়োজন হয়, যদি তোমার কোনও প্রশ্ন থাকে, তা হলে যে কোনও সময় আমার কাছে আসতে পারো।’ এরপর অর্শদীপ সময় চায় আকরামের কাছে।’’

আকরাম কি সময় দিয়েছিলেন ভারতীয় বোলারকে? যশবন্ত বলেছেন, ‘‘অর্শদীপ বলেছিল, ওর কয়েকটা প্রশ্ন রয়েছে। শুনে আকরাম বলেন, ‘তুমি চাইলে আজ রাতেও আসতে পারো।’ সে দিন রাতে আর আকরামের দেখা পাননি অর্শদীপ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে