মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৬:৪৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন লোকেশ রাহুল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন লোকেশ রাহুল

স্পোর্টস ডেস্ক: ভারতের সামনে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ বলা চলে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি টি-২০ সিরিজে একজোট হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের জন্য নির্বাচিত হওয়া ভারতীয় তারকারা। 

স্বাভাবিকভাবেই নিজেদের ফাঁক-ফোকরগুলো মেরামত করার সুবর্ণ সুযোগ রেহিত শর্মাদের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে এই সিরিজে যেমন নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে পারবে ভারত, ঠিক তেমনই শক্তিশালী অজিদের হারাতে পারলে বিশ্বকাপের আসরে অন্য দলগুলির বাড়তি সমীহ আদায় করে নেবে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝড় তুললেন লোকেশ রাহুল। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৩৫ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরেন রাহুল। রোহিত ১১ রান ও কোহলি ২ রান করে আউট হয়েছেন।

২০ বলে ৩০ রানে ব্যাট করছেন সূর্যকুমার যাদব। তাকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন হার্দিক পান্ডে। ১২ ওভার শেষে ৩ উইকেটে ১০৪ রান করেছে ভারত। এর আগে মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে