বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০৯:৪৯

হারের পর হার্দিক পান্ডিয়ার অসহায় স্বীকারোক্তি

হারের পর হার্দিক পান্ডিয়ার অসহায় স্বীকারোক্তি

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার মোহালিতে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়ার। দুই দেশের চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে চার উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে তারকা পেসার জসপ্রীত বুমরাহকে বেস্ট ইলেভেনে সুযোগ দেওয়া হয়নি। 

চোট কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরছেন তিনি। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও এই ম্যাচের পর বুমরাহকে নিয়ে কথা বলেছেন। হার্দিক বলেন, চোট কাটিয়ে উঠতে এই ফাস্ট বোলারকে যথেষ্ট সময় দেবে দল। হারের পর হার্দিক পান্ডিয়ার অসহায় স্বীকারোক্তি, বুমরাহ ছিল না বলে হেরেছি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে অপরাজিত ৭১ রান করা হার্দিক বলেছেন, ‘আমরা সবাই জানি সে (বুমরাহ) কী করতে পারে এবং একজন খেলোয়াড় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিছু উদ্বেগ থাকতে পারে (বোলিং নিয়ে) কিন্তু আমি মনে করি না এতে কোনও সমস্যা আছে। আমাদের খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হবে।’

হার্দিক পান্ডিয়া আরও বলেন, ‘দলে জসপ্রীতের অনুপস্থিতি বড় পার্থক্য তৈরি করছে। সে ইনজুরি থেকে ফিরে আসছে, এটা তার জন্য গুরুত্বপূর্ণ যে সে ফিরে আসার পর্যাপ্ত সময় পাবে এবং নিজের উপর সে যেন খুব বেশি চাপ না দেয়।’

মোহালিতে ঝড়ো ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া। ৩০ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। হার্দিক নিজের ইনিংসে সাতটি চার ও পাঁচটি ছক্কা মেরেছেন। ভারত ৬ উইকেটে ২০৮ রান করলেও অস্ট্রেলিয়া দল চার বল বাকি থাকতেই ৪ উইকেটে হাতে রেখে সেই লক্ষ্য অর্জন করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে