বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৯:০৪

অস্ট্রেলিয়ার কাছে হারার পর যে লজ্জার রেকর্ড গড়লো ভারত

অস্ট্রেলিয়ার কাছে হারার পর যে লজ্জার রেকর্ড গড়লো ভারত

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হেরে লজ্জার রেকর্ড গড়েছে ভারত। যে রেকর্ড কোনও দলই গড়তে চাইবে না। আইসিসির প্রথম পূর্ণ সদস্য দেশ হিসাবে এক ক্যালেন্ডার বছরে ঘরের মাঠে ২০০ রানে বেশি রান তুলেও ম্যাচ হারলো ভারতীয় দল।

মঙ্গলবারের ম্যাচে প্রথম ব্যাট করে ভারত করে ২০৮ রান। জবাবে চার বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অ্যারন ফিঞ্চের দল। এই ম্যাচ হেরে লজ্জার নজির গড়ল ভারত। যে নজির আর কোনও টেস্ট খেলিয়ে দেশের নেই। ২০০ নারে বেশি রান তুলে একাধিক টি-২০ ম্যাচ হারার নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার। 

২০১৬ সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০ রানের বেশি রান তুলে হেরে গিয়েছিল প্রোটিয়ারা। দুটি ম্যাচই অবশ্য তাদের ঘরের মাঠে ছিল না। অস্ট্রেলিয়ার কাছে হারার পর যে লজ্জার রেকর্ড গড়লো ভারত, তাহলো বেশি রান করেও হারের রেকর্ড। ভারত চলতি বছরে ২০০ রানের বেশি রান তুলে হারলো দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কাছে। 

দুটি ম্যাচই রোহিত শর্মারা হারলেন ঘরের মাঠে। যদিও আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পান্থ। সেই ম্যাচে ২১১ রান তুলেও হেরে যায় ভারত। এক ক্যালেন্ডার বছরে ২০০ রানের বেশি রান তুলে আর কোনও দেশ একাধিক বার ম্যাচ হারেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে