বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৪৮:০৫

বাবর আজমকে ছাপিয়ে গেলেন সূর্যকুমার

বাবর আজমকে ছাপিয়ে গেলেন সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে খারাপ ফর্মে ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় এ বার চতুর্থ স্থানে নেমে গেলেন বাবর। তাকে ছাপিয়ে তৃতীয় স্থানে উঠলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। 

এ বছর ভারতীয় ব্যাটারদের মধ্যে স্বপ্নের ফর্মে রয়েছেন সূর্য। কিছুদিন আগে আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানেও উঠে এসেছিলেন সূর্য। তারপর চতুর্থ স্থানে নামলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য ইনিংসের সৌজন্যে তৃতীয় স্থানে উঠে এলেন সূর্যকুমার যাদব।

মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারত হারলেও ৪৬ রানের দুরন্ত ইনিংস খেলেন সূর্য। এর সুবাদে বাবর আজমকে ছাপিয়ে গেলেন সূর্যকুমার। টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম।

সূর্যকুমার যাদব ছাড়া প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। শীর্ষে থাকা রিজওয়ানের সঙ্গে ৪৫ রেটিং পয়েন্টের ব্যবধান সূর্যর। মঙ্গলবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ তে অর্ধশতরান করেন রিজওয়ান। কেরিয়ার সেরা ৮২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তানের এই ওপেনার।

এশিয়া কাপের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও বড় ইনিংস খেলতে ব্যর্থ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সূর্যর সামনে থাকা মার্করামের রেটিং পয়েন্ট ৭৯২। টি ২০ বিশ্বকাপের আগে এই ফরম্যাটে আরও পাঁচটি ম্যাচ রয়েছে ভারতের। বিশ্বকাপ অবধি এই ছন্দ ধরে রাখতে পারলে শীর্ষস্থানেও যেতে পারেন সূর্যকুমার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে