বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৩:৪৩

ফুটবলে এবার আসছে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’

ফুটবলে এবার আসছে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’

স্পোর্টস ডেস্ক: এবার নতুন পুরস্কার প্রবর্তনের খবর দিয়েছে ব্যালন ডি’অর আয়োজকরা। মানবহিতৈষী কাজের জন্য এ বছর থেকে নতুন পুরস্কারটি দেওয়া হবে। ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার সক্রেটিসের নামে অ্যাওয়ার্ডটির নাম হবে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’। 

চিকিৎসাবিদ্যায় ডিগ্রি নেওয়া সক্রেটিস ফুটবল খেলার পাশাপাশি মানব কল্যাণেও কাজ করেছেন। তার নামে এ পুরস্কার চালুর কথা গতকাল বুধবার জানায় ব্যালন ডি’অর কর্তৃপক্ষ।

ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে থাকে। এ সাময়িকীর পক্ষ থেকে বলা হয়, ‘সামাজিকভাবে চ্যাম্পিয়নদের সেরা কাজের স্বীকৃতি হবে সক্রেটিস পুরস্কার।’

পরিবেশ রক্ষা ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার পাশাপাশি সামাজিকভাবে যেকোনো ভালো কাজের সাথে খেলোয়াড়দের জড়িত থাকাকে এ পুরস্কারের মাধ্যমে উদ্বুদ্ধ করতে চায় ফ্রান্স ফুটবল সাময়িকী। 

পুরস্কারের নামে সক্রেটিসকে বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছে তারা। ২০১১ সালে ৫৭ বছর বয়সে মারা যান সক্রেটিস। ব্রাজিল সামরিক শাসনের অধীন থাকা অবস্থায় করিন্থিয়ান্সে ‘করিন্থিয়ান গণতন্ত্র’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছিলেন ১৯৮২ বিশ্বকাপ খেলা এই কিংবদন্তি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে