বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৯:০৯:৪৩

মেয়েদের পর জামাল ভূঁইয়ারাও পেল দারুণ জয়

মেয়েদের পর জামাল ভূঁইয়ারাও পেল দারুণ জয়

স্পোর্টস ডেস্ক : সদ্যই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরে বিরাট সংবর্ধনা পেয়েছে নারী ফুটবল দল। সেই রেশ থাকতেই পুরুষ দলও জয়ের দেখা পেল। আজ বৃহস্পতিবার নমপেনের জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, স্বাগতিক কম্বোডিয়া ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৮ ধাপ এগিয়ে।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মতিন মিয়ার থেকে বল পেয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন রাকিব হোসেন। আর পুরো ম্যাচজুড়ে কম্বোডিয়ার একের পর এক আক্রমণ প্রতিহত করে গেছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ আর ১০ মাস পর জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মাহিন্দ্রা রাজাপাক্ষে ট্রফিতে মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে জয় এসেছিল।

ম্যাচের ১৪তম মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো-ইন ডি-বক্সে পেয়েও গোল করতে পারেননি অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে ২৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মতিন মিয়ার দারুণ পাস ডি বক্সে পেয়ে বল নিয়ন্ত্রণে নেন রাকিব। 

এরপর একটু ভেতরে ঢুকে ডান পায়ের শটে বল পাঠিয়ে দেন জালে। ৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে মতিন মিয়ার জোরাল শট ক্রসবারে না লাগলে  ব্যবধান দ্বিগুণ হতে পারত। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে