শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৬:৪৮

জয়ের পর যা বললেন জামালদের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

জয়ের পর যা বললেন জামালদের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের দায়িত্বই ছিল স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কোনো দলের হেড কোচ হিসেবে প্রথম দায়িত্ব। জামালদের দায়িত্ব নিয়ে বিগত ছয় ম্যাচ ছিলেন জয়শূন্য। বৃহস্পতিবার কম্বোডিয়ার বিপক্ষে জিতে খানিকটা নির্ভার হয়েছেন এ স্প্যানিশ। এটি এ বছর বাংলাদেশ ফুটবল দলেরও প্রথম জয়।

কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে ম্যাচ পরবর্তী সম্মেলনে ক্যাবরেরা এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ‘ম্যাচটি জিততে পেরে দারুণ খুশি। এ ম্যাচে জয় প্রাপ্যই ছিল।’

বাংলাদেশ জাতীয় দল তিন সপ্তাহের বেশি সময় অনুশীলন করেছে। এত দীর্ঘ অনুশীলনের ফসল হিসেবে এ জয় বলে মনে করেন তিনি, ‘ছেলেরা তিন সপ্তাহ অনেক কঠিন পরিশ্রম করেছে। এর ফলে পরিকল্পনামতো খেলতে পেরেছে।’

রাকিব হোসেনের গোলে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। বাংলাদেশ প্রথমে গোল পেলেও প্রথমার্ধই নাকি বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল কোচের দৃষ্টিতে, ‘প্রথমার্ধটি বেশ চ্যালেঞ্জিং ছিল। কম্বোডিয়াও ভালো খেলেছে। রাকিবের গোলে আমরা ম্যাচে লিড নিতে পেরেছিলাম।’

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ না হওয়ায় খানিকটা আফসোস রয়েছে এ স্প্যানিশের, ‘দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের খেলার ধারাবাহিকতা বজায় রেখেছি। ব্যবধান দ্বিগুণও হতে পারত। যদিও হয়নি, শেষ পর্যন্ত আমরা জিততে পারায় বেশ খুশি।’

জামালদের কোচ বলেন, ‘আমরা নেপালের বিপক্ষেও জিততে চাই।’ কম্বোডিয়া থেকে আগামীকাল নেপালের কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন জামালরা। ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে