শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:১৪:২৯

সৌরভ গাঙ্গুলি নিজেই জানালেন এই সিদ্ধান্তের কথা

সৌরভ গাঙ্গুলি নিজেই জানালেন এই সিদ্ধান্তের কথা

স্পোর্টস ডেস্ক: হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে এবারের আইপিএল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সৌরভ নিজেই জানালেন এই সিদ্ধান্তের কথা। হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে টুর্নামেন্ট চলার অর্থ হল নিজেদের ভেন্যুতে খেলতে পারবে দশটি দলই। 

আবার অন্য ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠে গিয়ে খেলতে হবে দলগুলোকে। আইপিএলের দিকে তাকিয়ে থাকেন ক্রিকেট ভক্তরা কিন্তু গত তিন বছরে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে খেলা হয়নি। সেই কারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড স্থির করেছে, আগামী বছর থেকে আর নির্দিষ্ট কোনও ভেন্যুতে আইপিএল হবে না। বরং চেনা ফরম্যাটেই ফিরতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 

এদিকে পরিকল্পনা মতোই এগোচ্ছে বিসিসিআই। বহু প্রতীক্ষিত মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএল শুরু হয়ে যাবে আগামী বছরই। রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি লিখে জানিয়ে দিল সৌরভের বোর্ড। ওই চিঠিতে জানানো হয়েছে, আগামী বছরের শুরুর দিকেই মেয়েদের আইপিএলের আয়োজন করতে চায় বিসিসিআই। সেইমতো প্রস্তুতি শুরু করুক রাজ্য ক্রিকেট সংস্থাগুলি।

এমনিতে বিসিসিআই প্রতিবছরই আইপিএলের শেষের দিকে ওমেনস টি-২০ চ্যালেঞ্জ নামে আইপিএলের ধাঁচের একটি ছোট্ট টুর্নামেন্টের আয়োজন করে। ওই টুর্নামেন্টে অংশ নেয় মোট ৩টি দল। তবে আগামী বছর যে আইপিএলের চিন্তাভাবনা করা হচ্ছে, সেটা হবে পূর্ণাঙ্গ রূপে। 

বোর্ড সভাপতি চিঠি দিয়ে জানিয়েছেন, “বোর্ড বহু প্রতীক্ষিত এই মেয়েদের আইপিএল নিয়ে কাজ করছে। আমরা প্রত্যাশা করছি আগামী বছরের শুরুর দিকে এটা শুরু করতে পারব। সময়মতো বাকিটা জানিয়ে দেওয়া হবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে