শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৬:৩৫

ধোনিকে নিয়ে জল্পনা! সমর্থকদের মধ্যে আনন্দ তুঙ্গে!

ধোনিকে নিয়ে জল্পনা! সমর্থকদের মধ্যে আনন্দ তুঙ্গে!

স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালে হোম ও অ্যাওয়ে ফরম্যাটে আয়োজিত হচ্ছে IPL। এই খবর পাওয়ার পর সমর্থকদের মধ্যে আনন্দ তুঙ্গে। এই পরিস্থিতিতে ধোনি জানাচ্ছেন চেন্নাইতে না খেলে বিদায় নিলে তা ঠিক হবে না। এই মন্তব্যের পরেই জল্পনা ছড়ায় ধোনি IPL-কে বিদায় জানাবেন ২০২৩ সালে। শুধু চেন্নাই নয়, সব শহরের সমর্থকদের ধন্যবাদ জানাতে চান তিনি।

২০২৩ সাল থেকে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে আয়োজিত হতে চলেছে IPL, সম্প্রতি এই ঘোষণা করেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ২ বছর করোনার কারণে IPL বায়ো বাবলের মধ্যে আয়োজিত হওয়ায় এবার পুরনো ফর্ম্যাটে শুরু হতে চলেছে। 

এই পরিস্থিতিতে এবার IPL থেকে অবসরের ইঙ্গিত দিলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্ব ক্রিকেটকে প্রায় চমকে দিয়ে তিনি যা মন্তব্য করলেন তাতে চেন্নাই সমর্থকদের মন খারাপ হতে পারে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার IPL সহ সবধরনের ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত মিলল তাঁর বক্তব্যে।

২০২৩ সাল থেকে হোম অ্যাওয়েতে ফিরছে IPL। যেই খবর শোনার পর CSK সমর্থকদের মধ্যে খুশির হাওয়া বয়ে গিয়েছিল। কারণ তারা দুই বছর পর ঘরের মাঠ অর্থাৎ চিন্নস্বামী স্টেডিয়ামে প্রিয় দলের খেলা দেখতে পাবে। 

পাশাপাশি মহেন্দ্র সিং ধোনিকে প্রিয় মাঠে খেলতে দেখতে পাবেন। ২০২২ সালের IPL-এর আগে ধোনিকে প্রশ্ন করা হয়েছিল এটাি তাঁর শেষ IPL কি না। সেই সময় তিনি উত্তরে জানান যে ২০২৩ সালে তিনি খেলবেন এবং ঘরের মাঠে গিয়ে তিনি সমর্থকদের ধন্যবাদ জানাবেন। যদিও সেই সময় তিনি অবসরের ব্যাপারে মুখ খোলেননি। তবে সেটাই ছিল অবসরের ইঙ্গিত।

২০২২ সালে IPL-এ CSK-র অধিনায়কত্ব দেওয়া হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। কিন্তু তিনি ব্যর্থ হন। এরপর দলের দায়িত্ব এসে পড়ে ধোনির উপর। তিনি দায়িত্ব নিয়ে যদিও দলকে দৌড়ে ফেরাতে পারেননি। 

IPL-এর পর একটি বিবৃতিতে CSK জানায় যে ২০২৩ সালের জন্য দলে নেতা থাকবেন ধোনি। তারপর নিশ্চিত হয়ে যায় ধোনির CSK-তে ২০২৩ সালে থাকার ব্যাপারে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধোনি বলেন, “চেন্নাইতে না খেলে বিদায় জানানোটা ঠিক হবে না। 

মুম্বই এমন একটা জায়গা যেখানে দল ও ব্যক্তিগতভাবে আমি ভালোবাসা পেয়েছি। কিন্তু CSK সমর্থকদের ছাড়া তা সুখকর হত না।” CSK-র হয়ে ধোনি খেলার পর থেকে তিনি এটাকেই তাঁর ঘরের মাঠ হিসেবে বর্ণনা করেন।

শুধু চেন্নাই নয়। তিনি ভারতের সব শহরের সমর্থকদের ধন্যবাদ জানাতে চান তিনি। IPL যেহেতু এবার হোম ও অ্যাওয়ে ফরম্যাটে হবে তাই ধোনিকে সব স্টেডিয়ামে যেতে হবে, সেখানে গিয়ে তিনি সেই শহরের সমর্থকদের ধন্যবাদ জানাতে চান।

২০২৩ সালে চেন্নাইতে IPL ফিরছে বলে CSK সমর্থকরা ইতিমধ্যেই আনন্দ করতে শুরু করে দিয়েছে। ২০১৯ সালে শেষবার CSK চেন্নাইতে খেলেছিল। তারপর দুটো বছর সংযুক্ত আরব আমিরশাহীতে হয়। ২০২২ সালে হয় মহারাষ্ট্রে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে