শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০১:০৬

'ওরা একেক জন দুর্দান্ত ক্রিকেটার কিন্তু শারিরীক ভাবে আনফিট'

'ওরা একেক জন দুর্দান্ত ক্রিকেটার কিন্তু শারিরীক ভাবে আনফিট'

স্পোর্টস ডেস্ক: ফিটনেসের নিরিখে বিচার করলে এশিয়ার কয়েকটি দল ভারতের থেকে অনেকটাই এগিয়ে। বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার মেদবহুল। তাদের ওজন ঢের বেশি। পাকিস্তান থেকে প্রবল সমালোচনা ধেয়ে এলো। সমালোচনা করেছেন স্বয়ং পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট।

তিনি বলেছেন, “ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের সবচেয়ে দামী। সবচেয়ে বেশি ম্যাচ ওরাই খেলে থাকে। তাহলে একটা প্রশ্নের উত্তর দিন তো, ওরা কেন ফিট নয়? যদি শরীরের গঠনের নিরিখে তুলনা করা হয়, তাহলে বলব দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ভারতের থেকে অনেক এগিয়ে।” 

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ দেখার পরে ইউটিউব চ্যানেলে বাট বলেন, “এশিয়ার কয়েকটা দলও ভারতের থেকে এগিয়ে রয়েছে। ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারের ওজন অনেক বেশি। আমার মনে হয় ওরা ফিটনেসের দিকে নজর দিক। ওরা একেক জন দুর্দান্ত ক্রিকেটার কিন্তু শারিরীক ভাবে আনফিট।” 

বাট আরও জানিয়েছেন, বেশ কয়েকজন অভিজ্ঞ প্লেয়ারের ফিটনেস লেভেল এতটাই তলানিতে যে তারা ভাল ফিল্ডিংয়ের যোগ্য নয়। ফিটনেস লেভেলের দিক থেকে কোহলি উদাহরণ তৈরি করেছেন, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়াও যথেষ্ট ফিট। কিন্তু রোহিত শর্মা, লোকেশ রাহুল শ্লথ, অলস। ঋষভ পান্থও সেরকমই।

শুধু ফিটনেস নয়, ভারতের বোলিং বিভাগকেও দুষেছেন সালমান বাট। এশিয়া কাপে হতশ্রী বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০৮ রান করেও সেই রান ধরে রাখতে পারেননি ভারতীয় বোলাররা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে