মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪১:৪৪

টি-২০ বিশ্বকাপের জন্য যে ক্রিকেটারদের কাটআউটে সেজে উঠছে অস্ট্রেলিয়া

টি-২০ বিশ্বকাপের জন্য যে ক্রিকেটারদের কাটআউটে সেজে উঠছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ২৩ অক্টোবর রোববার ২০২২ টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যা নিঃসন্দেহে একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচ এক লাখেরও বেশি দর্শক স্টেডিয়ামে বসে দেখতে পাবে।

টি-২০ বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের কাটআউটে সেজে উঠছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লাগানো হয়েছে বিরাট কোহলির বড় বড় পোস্টার। বিশ্বকাপের আগে সেজে উঠছে এমসিজি। ভারত-পাকিস্তান ম্যাচের আগে জোরকদমে চলছে প্রস্তুতি।

২০২২ টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা এক লাখেরও বেশি। এমন পরিস্থিতিতে, ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য এই স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে উপযুক্ত। 

কারণ বেশি সংখ্যক মানুষ এই ম্যাচটি একসঙ্গে বসে দেখার সুযোগ পাবেন। আর এইম্যাচের জন্য এখন স্টেডিয়ামে চলছে জোরকদমে প্রস্তুতির কাজ। ২৩ অক্টোবর রবিবার ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

যা নিঃসন্দেহে একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। কারণ দুই দলের ভক্তদের কাছে এই ম্যাচটির গুরুত্ব আলাদা জায়গায় পৌঁছে যায়। স্বাভাবিক ভাবেই এই ম্যাচকে ঘিরে উত্তেজনা থাকে তুঙ্গে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করা হয়েছে, যেখানে স্টেডিয়ামের পিচ ও মাঠ প্রস্তুত করা হচ্ছে। সেটা দেখা গিয়েছে।

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসাবে পরিচিত। আর ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম হল বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। যেখানে দর্শক ধারণক্ষমতা সবচেয়ে বেশি।

গত বার টি-২০ বিশ্বকাপেও ভারত-পাকিস্তান তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। কিন্তু ম্যাচটি ভারত ১০ উইকেটে হেরে গিয়েছিল। এর পর এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। তাও একবার নয়, দু'বার। কিন্তু লিগ পর্বে পাকিস্তানকে হারালেও, সুপার ফোর রাউন্ডে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত।

সব দিক থেকে দেখতে গেলে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ভারতের কাছে বদলার ম্যাচ। এই ম্যাচ না জিততে পারলে, নিঃসন্দেহে ভারতের কাছে এটি বড় লজ্জার বিষয় হবে। পাকিস্তানও অবশ্য ছেড়ে দেওয়ার পাত্র নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে