মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৯:১৩:৪৫

একটু পরেই মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল

একটু পরেই মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের আগে শেষ বারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। সে লক্ষ্যে আরও একবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে ল্যাটিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা।

একটু পরেই মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। আজ দিবাগত রাত সাড়ে ১২টায় ব্রাজিলের প্রতিপক্ষ তিউনিশিয়া। অপরদিকে লিওনেল মেসির দল আর্জেন্টিনা বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় মুখোমুখি হবে জ্যামাইকার।

কাতার বিশ্বকাপের আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এটিই শেষ প্রীতি ম্যাচ। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল সবশেষ ম্যাচে ঘানাকে হারিয়েছে ৩-০ গোলে। এই ম্যাচের আগে দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ তিতে।

রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দেখে নিতে আসতে পারে এই সিদ্ধান্ত। গোলরক্ষক অ্যালিসন বেকারের পরিবর্ত আজ মাঠে নামতে পারেন সিটির এডারসন। মাঝমাঠে ক্যাসেমিরোর পরিবর্তে সুযোগ পেতে পারেন ফ্যাবিনহো। আর ডিফেন্স লাইনেও আসতে পারে রদবদল।

ব্রাজিলের মতো কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনা। মেসির জোড়া গোল করার সবশেষ প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা।

নিউইয়র্কের রেড বুল অ্যারেনায় জ্যামাইকার বিপক্ষেও বড় জয়ের জন্য মাঠে নামবে মেসির দল। আর্জেন্টাইন একাদশে আসতে পারে পরিবর্তন। গত ম্যাচে বিশ্রাম দেয়া আনহেল ডি মারিয়া ও ক্রিস্টিয়ান রোমেরো ফিরতে পারেন একাদশে। সেই সাথে হন্ডুরাস ম্যাচে বদলি হেসেবে নেমে ভালো করা এনজো ফার্নান্দেজ এই ম্যাচে প্রথম একাদশে নামার সুযোগ পেতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে