বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৩:৫৫

ভক্তের কর্মকাণ্ড দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন মেসি

ভক্তের কর্মকাণ্ড দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক: খেলার মাঠে ভক্তদের ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই এমন বিড়ম্বনায় পড়তে হয় তারকাদের। খেলা থামিয়ে ভক্তদের নানা আবদারও মেটাতে হয় অনেক সময়। তবে এক ম্যাচে তিনবার মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা বিরলই বটে!

যেমনটা দেখা গেল আর্জেন্টিনা-জ্যামাইকা প্রীতি ম্যাচে। ভক্তদের এভাবে মাঠে ঢুকে পড়া মূলত লিওনেল মেসিকে উদ্দেশ্য করেই। মেসির অটোগ্রাফ, সেলফি কিংবা একটু স্পর্শ করা—এসবই ছিল ভক্তদের লক্ষ্য। কিন্তু ভক্তের কর্মকাণ্ড দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন মেসি।

এর ঝুঁকির দিকও অবশ্য কম নয়। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবেই এমন ঘটনা নিয়ে সতর্ক অবস্থায় থাকতে হয় নিরাপত্তারক্ষীদের। জ্যামাইকার বিপক্ষে ম্যাচে নিরাপত্তাবলয় ভেদ করে তিন মেসিভক্তের মাঠে ঢুকে পড়া নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। 

অনেকে নিউ জার্সির রেড বুলস অ্যারেনার নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। সমর্থকেরা যেকোনো খেলার প্রাণ। খেলোয়াড়েরাও ভক্ত-সমর্থকদের বেশ গুরুত্ব দিয়ে থাকেন। জনসমক্ষে অনেক সময় ভক্তদের আবদারও মেটাতে দেখাতে যায় তারকাদের। তবে মাঠে এমন বিড়ম্বনা অনেক সময় বিরক্তি ও উদ্বেগের কারণও হয়ে দাঁড়ায়।

বিশ্বকাপ সামনে রেখে এই প্রীতি ম্যাচের আগে ফ্লু ও ঠান্ডা-জ্বরে ভোগা মেসির খেলা নিয়েই ছিল সংশয়। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মেসিকে ঠিকই মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। ৩৫ মিনিট মাঠে থেকে ২ গোল করে সব আলো নিজের দিকে টেনেও নেন ‘এলএম টেন’।

আর এ সময়ের মধ্যেই আকস্মিকভাবে এক দর্শক নিরাপত্তাবলয় ভেদ করে মাঠে ঢুকে পড়েন। এক হাতে মুঠোফোন ধরে সোজা এগোতে থাকেন মেসির দিকে। একপর্যায়ে মেসির কাছাকাছি গিয়ে সেই ভক্ত পিছলে পড়েন এবং পাঁচ নিরাপত্তারক্ষী তাঁকে ধরে নিয়ে যান সেখান থেকে।

তখন কিছু সময়ের জন্য খেলাও বন্ধ থাকে। একইভাবে অন্য এক ভক্তও মাঠে ঢোকেন মেসির সঙ্গে সেলফি নেওয়ার উদ্দেশ্যে। নিরাপত্তাকর্মীদের কাছ থেকে রেহাই পাননি তিনিও। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অন্য আরেকটি ঘটনা। 

আদুল গায়ে এক ভক্ত মার্কার কলম নিয়ে ঢুকে পড়েন মাঠে। পেছন থেকে গিয়ে মেসিকে ডেকে তার হাতে মার্কার ধরিয়ে পিঠ এলিয়ে দেন সেই ভক্ত। খেলার মাঠেই অটোগ্রাফ দেওয়ার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসও চলছে। 

মেসি অবশ্য সেই ভক্তকে অটোগ্রাফ দিয়ে সারতে পারেননি, এর মাঝে বাগড়া দেন ‘বেরসিক’ নিরাপত্তারক্ষীরা। তাঁদের ধাক্কাতেই মেসির রীতিমতো উষ্টা খেয়ে পড়ার দশা হয়েছিল। অটোগ্রাফের স্বাদ অপূর্ণ রেখেই ফিরতে হয়েছে সেই ভক্তকে।

তিন ভক্ত ও দুই গোল! ৩৫ মিনিটেই ম্যাচের দৃশ্যপট পরিবর্তন করে দেন মেসি। আর্জেন্টিনার হয়ে অন্য গোল করা হুলিয়ান আলভারেজ ম্যাচ শেষে মেসিকে নিয়ে বলেছেন, ‘তাকে ব্যাখ্যা করার কোনো ভাষা নেই। সে ৫, ১০ কিংবা পুরো ম্যাচ খেলুক, দারুণ কিছু করে দেখাবেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে