বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২১:৫৫

টি-২০ ব়্যাঙ্কিং প্রকাশ, রিজওয়ান-সূর্য-বাবরের ত্রিমুখী লড়াই

টি-২০ ব়্যাঙ্কিং প্রকাশ, রিজওয়ান-সূর্য-বাবরের ত্রিমুখী লড়াই

স্পোর্টস ডেস্ক: টি-২০ ব়্যাঙ্কিং প্রকাশ, রিজওয়ান-সূর্য-বাবরের ত্রিমুখী লড়াই। ফের বদলে গেল সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক টি-২০ ব়্যাঙ্কিং। অপ্রতিরোধ্য ভারতের 'মিস্টার ৩৬০'! বিশ্বের তিন নম্বর টি-২০ ব্যাটার থেকে সূর্য এখন বিশ্বের ২ নম্বর।

মুম্বাইয়ের বছর বত্রিশের ক্রিকেটার এখন আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে ঠিক মোহাম্মদ রিজওয়ানের পরেই। ভারতীয় দলের মিডল অর্ডারের আগুনে পারফর্মার এবারও পিছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ও ব্যাটিং নক্ষত্র বাবর আজমকে। 

গত রবিবার হায়দরবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম দেখেছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ।  সিরিজের জয়ের ম্যাচে রোহিত শর্মার দল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার ১৮৬ রান তাড়া করে ১ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ ও সিরিজ জিতে নেয়। 

আর এই ম্যাচে সূর্যর ব্যাট থেকে এসেছিল ৩৬ বলে ৬৯ রানের ইনিংস। আর এই রানের সৌজন্যেই সূর্য তিন থেকে চলে এলেন দুই নম্বরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে ভারতীয় দলের সর্বোচ্চ স্কোরার সূর্যই। অন্যদিকে বাবর ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সাত ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে কেরিয়ারের দ্বিতীয় টি-২০ শতরান পেয়েছেন। 

যার ফলে পাক ক্যাপ্টেন চলে এসেছেন ব্যাটিং চার্টে তিনে। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটার রিজওয়ান (৮৬১ পয়েন্ট)। দুই নম্বরে সূর্যকুমার যাদব (৮০১ পয়েন্ট), তিন নম্বরে বাবর আজম (৭৯৯ পয়েন্ট), চার নম্বরে আইদেন মারক্রম (৭৯২ পয়েন্ট), পাঁচ নম্বরে অ্যারন ফিঞ্চ (৭০৭ পয়েন্ট)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে