বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২৯:০৫

নতুন এক ফাস্ট বোলার অলরাউন্ডার দিয়ে চমক দেখাবে পাকিস্তান

নতুন এক ফাস্ট বোলার অলরাউন্ডার দিয়ে চমক দেখাবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: সাত ম্যাচের সিরিজে চার ম্যাচ শেষ হলো। লড়াইটা চলছে একদম সেয়ানে সেয়ানে। একবার পাকিস্তান জেতে তো আরেকবার ইংল্যান্ড। এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের সিরিজে এখন ২-২ সমতা।

লাহোরে আজ (বুধবার) পঞ্চম টি-২০। আজ যে দল জিতবে, তাদেরই শিরোপা জেতার সম্ভাবনা বেশি। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে নতুন এক ফাস্ট বোলার অলরাউন্ডার দিয়ে চমক দেখাতে যাচ্ছে পাকিস্তান।

ইংল্যান্ডের বিপক্ষে আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে আমির জামালের। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার ঘরোয়া টি-টোয়েন্টিতে পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছেন। টি-২০ ম্যাচ খেলেছেন ১২টি। ৩২.৪২ গড়ে রান করেছেন ২২৭। 

তবে তার আসল শক্তি স্ট্রাইকরেট। ঘরোয়াতে ১৭৮.৭৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন আমির। ১২ ম্যাচে ছক্কা মেরেছেন ৯টি। বল হাতেও পারফরম্যান্স দারুণ। ডানহাতি এই পেসারের ১২ টি-২০ ম্যাচে নামের পাশে ১৪ উইকেট। ২৭ রানে ৩ উইকেট সেরা বোলিং। এখন দেখা যাক, আন্তর্জাতিক আঙিনায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই তরুণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে