বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪১:২৪

ভাগ্যই মোহাম্মদ শামির সঙ্গে নির্মম খেলা খেললো!

ভাগ্যই মোহাম্মদ শামির সঙ্গে নির্মম খেলা খেললো!

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে ভারতীয় দলের পেসাররা ব্যর্থ হওয়ার পর মোহাম্মদ শামিকে নেওয়ার রব উঠেছিল। টি-২০ বিশ্বকাপের রিজ়ার্ভ দলে তাকে দেখে আশা বেড়েছিল সমর্থকদের। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ়েও দলে রাখা হয় তাকে। 

মনে করা হয় প্রায় এক বছর দেশের হয়ে টি-২০ না খেলা শামিকে এক বার পরোখ করে নিতে চাইছে দল কিন্তু ভারতীয় পেসার ক'রো'না আ'ক্রা'ন্ত হওয়ায় সব পরিক'ল্পনা ভে'স্তে যায়। ভাগ্যই মোহাম্মদ শামির সঙ্গে নির্মম খেলা খেললো! যদিও বুধবার শামি নিজেই জানিয়েছেন, তিনি এখন মুক্ত, দুটি সিরিজ়ের একটিতেও খেলার সুযোগ পেলেন না তিনি। 

প্রশ্ন উঠছে, শামির টি-২০ দলে ঢোকার দরজা কি তাহলে একে বারেই বন্ধ হয়ে গেল? গত বছর টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে দেখা যায়নি শামিকে। এই সময়ের মাঝে আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে ১৬ ম্যাচে ২০টি উইকেট নেন তিনি। হার্দিক পান্ডিয়ার দলের হয়ে নতুন বলে আগুন ঝরাতে দেখা গিয়েছিল শামিকে। 

যা টি-২০ বিশ্বকাপের আগে তাকে দলে ফেরানোর আবেদনের জন্য সমর্থকদের মূল অস্ত্র ছিল। কিন্তু লাল বলের ক্রিকেটে যশপ্রীত বুমরাহর সঙ্গী হিসাবে যাকে প্রথম পছন্দ রোহিত শর্মাদের, সাদা বলে তাকে নেওয়া হয় না কেন? ৩২ বছরের শামিকে বিশ্রাম দিয়ে খেলানোর কথা ভাবতেই পারে দল। 

কিন্তু এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে দলে না নেওয়া কতটা যুক্তিযুক্ত? বিশ্বকাপের রিজ়ার্ভ দলে থাকা শামি কি মূল দলে ঢুকতে পারবেন? ৯ অক্টোবর পর্যন্ত সুযোগ থাকবে ১৫ জনের দলে পরিবর্তন করার। অর্থাৎ ভারতীয় দল চাইলে শামিকে এই সময়ের মধ্যে দলে নিতে পারে। 

টি-২০ বিশ্বকাপে যদি শামিকে খেলানো না হয় তা হলে টি-২০ ক্রিকেটে আদৌ তাকে আর ভারতের জার্সি পরতে দেখা যাবে? এই প্রশ্ন উঠতেই পারে। এর পরের টি-২০ বিশ্বকাপ ২০২৪ সালে। শামির তখন বয়স হবে ৩৪ বছর। এই দুইবছরে হর্ষল পটেল, আরশদীপ সিংরা আরও কিছুটা অভিজ্ঞ হবেন। সে ক্ষেত্রে টি-২০ দলে ঢোকার ক্ষেত্রে শামির উপর চাপ আরও বাড়বে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে