বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৭:২০

গোটা পাকিস্তান দলের বোঝা একাই বইছেন রিজওয়ান

গোটা পাকিস্তান দলের বোঝা একাই বইছেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে গত কয়েক বছরে সব থেকে ধারাবাহিক ব্যাটসম্যানদের তালিকা তৈরি করলে নিশ্চিতভাবেই মোহাম্মদ রিজওয়ানের নাম থাকবে সবার উপরে। ব্যাট হাতে তারকা ওপেনারের ধারাবিহকতার সুফল পাচ্ছে পাকিস্তান। 

তবে প্রশ্ন থেকেই যায় যে, আর কতদিন রিজওয়ানের সাফল্যের আড়ালে নিজেদের ব্যর্থতাকে লুকিয়ে রাখবেন পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা? কারণ প্রায় ম্যাচে গোটা পাকিস্তান দলের বোঝা একাই বইছেন রিজওয়ান। এশিয়া কাপে আগাগোড়া দলকে ব্যাট হাতে নির্ভরতা দিয়েছেন রিজওয়ান। 

এবার ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে কার্যত একার কাঁধে দলের বোঝা বয়ে বেড়াচ্ছেন তিনি। সিরিজের ৫টি ম্যাচে ব্যাট করতে নেমে এই নিয়ে চার নম্বর হাফ-সেঞ্চুরি করলেন রিজওয়ান। তার অনবদ্য ব্যাটিংয়ের সুবাদেই বুধবার লাহোরে লড়াই করার রসদ পায় পাকিস্তান। 

শেষমেশ কম রানের পুঁজি নিয়েও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচে উত্তেজক জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। সেই সঙ্গে ৩-২ ব্যবধানে সিরিজে এগিয়ে যান বাবর আজমরা। পঞ্চম ম্যাচে রিজওয়ান ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৬৩ রান করে আউট হন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।

বাবর আজম ৯, শান মাসুদ ৭, হায়দার আলি ৭, ইফতিকার আহমেদ ১৫, আসিফ আলি ৫, মহম্মদ নওয়াজ ০, শাদব খান ৭, আমের জামাল ১০, মোহাম্মদ ওয়াসিম ৬ ও হ্যারিস রউফ ৮ রান করেন। ১৯ ওভারে ১৪৫ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান।  ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রানে আটকে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে