বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৬:৪৫

টি-২০ বিশ্বকাপে বুমরাহর বদলে ভারতীয় দলে কে?

টি-২০ বিশ্বকাপে বুমরাহর বদলে ভারতীয় দলে কে?

স্পোর্টস ডেস্ক: রবীন্দ্র জাডেজার পর জসপ্রীত বুমরাহ। জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের বাকি আর প্রায় দুই সপ্তাহ। ভারতের প্রথম ম্যাচ যদিও ২৩ অক্টোবর। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। এই টুকু সময়ের মধ্যে জসপ্রীতের চোট সারিয়ে ওঠা বিজ্ঞানসম্মতভাবে সম্ভব নয়। 

প্রশ্ন হচ্ছে, বুমরাহ না থাকলে ভারতীয় পেস বোলিংয়ের মুখ কে? স্ট্যান্ড বাই রয়েছেন মোহাম্মদ সামি এবং দীপক চাহার। মূল স্কোয়াডে বুমরাহ ছাড়া রয়েছেন ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল এবং অর্শদীপ সিং। পেস বোলিং অলরাইন্ডার হার্দিক পান্ডিয়া। 

অস্ট্রেলিয়ার পেস-বাউন্সি পিচে এক্সপ্রেস গতির বোলার চাই। এই চার জনের কেউই গতির দিক থেকে সেই শর্ত পূরণ করতে পারেন না। ভুবনেশ্বর, অর্শদীপ, হর্ষল মূলত সুইং বোলার। পিচ থেকে সহায়তা না থাকলে কতটা কার্যকর হবেন, এই বিষয়ে সন্দেহ থাকেই। দীপক চাহার এবং মোহাম্মদ সামির মধ্যে একজনকে মূল স্কোয়াডে যোগ করা হবে।

বিশ্বকাপে বুমরার পরিবর্ত হিসেবে প্রথম বিকল্প হতে পারেন সামিই। তার এক্সপ্রেস গতি এবং পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করে নেওয়া, হঠাৎ ইয়র্কার কার্যকরী ভূমিকা নিতে পারে। প্রশ্ন উঠছে তার প্রস্তুতি নিয়ে। ইংল্যান্ড সফরে ওয়ান ডে সিরিজে শেষ বার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন সামি।

দেশের জার্সিতে শেষ আন্তর্জাতিক টি ২০ খেলেছেন গত বিশ্বকাপে। এরপর থেকে টেস্টে এবং ওয়ান ডে ফরম্যাটে বাছাই কিছু সিরিজ ও ম্যাচে সুযোগ পেলেও সাদা বলে নিয়মিত নন সামি। তার সামনে কঠিন পরীক্ষা হবে বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করা।

২য় বিকল্প হতে পারেন দীপক চাহার। তার সুইং কিংবা বোলিং দক্ষতা নিয়ে সন্দেহ নেই। ব্যাটের হাতও ভালো। গতির দিক থেকে ভুবি, হর্ষলদের মতোই। অস্ট্রেলিয়ার পিচে কতটা কার্যকর হতে পারবেন, একটা দ্বিধার জায়গা থাকছেই। ভাবনায় আসছে মোহাম্মদ সিরাজের নামও। সীমিত সুযোগে নজর কেড়েছেন সিরাজ। অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন। 

বোর্ডের তরফে এখনও অফিসিয়ালি জানানো হয়নি বুমরাহর বিষয়ে। তবে তিরুবনন্তপুরমে প্র্যাক্টিসে তাকে অস্বস্তিতে দেখা এবং ম্যাচ না খেলা থেকে পরিষ্কার, পুনরায় চোটে সমস্যায় পড়েছেন। তিরুবনন্তপুরম থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পথে বুমরাহ। বোর্ডের এক কর্মকর্তার কথায়, বুমরাহকে অন্তত ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে