বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৮:১২

সবসময়ই তুমি সর্বকালের সেরা হয়ে থাকবে : কোহলি

সবসময়ই তুমি সর্বকালের সেরা হয়ে থাকবে : কোহলি

স্পোর্টস ডেস্ক : ক্রীড়া দুনিয়াকে আবেগে ভাসিয়ে সপ্তাহখানেক আগে টেনিস থেকে অবসর নিয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। লেভার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে শেষ ম্যাচ খেলার পর দুজনের কান্না ছুঁয়ে গিয়েছিল সবাইকে। 

সেদিন সোশ্যাল মিডিয়ায় ফেদেরারকে বিদায় সম্ভাষণ জানিয়েছিলেন বিরাট কোহলি। এর ছয়দিন পর তিনি ফেদেরারের উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা দেন। যার জবাবও দিয়েছেন ফেদেরার।

৫৮ সেকেন্ডের ওই ভিডিওবার্তায় ভারতের সাবেক অধিনায়ক কোহলি বলেছেন, 'প্রিয় রজার, তোমাকে এই ভিডিওবার্তা পাঠাতে পেরে আমি গর্বিত। অসাধারণ একটা টেনিস জীবনের জন্য অনেক ধন্যবাদ। তুমি অনেক সুন্দর মুহূর্ত এবং স্মৃতি উপহার দিয়েছ। 

২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে তোমার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। জীবনে কখনও সেটা ভুলব না।  শুধু টেনিস সমর্থক নয়, সারা বিশ্বের মানুষ তোমাকে কত ভালোবাসে, সমীহ করে। আর কোনো ক্রীড়াবিদের ক্ষেত্রে আমি এমনটা দেখিনি। এটা তৈরি করা যায় না। '

কোহলি আরও বলেছেন, 'ভারতের সাবেক অধিনায়কের সংযোজন, ‘সবাইকে কাছে টানার বিশেষ দক্ষতা তোমার সবসময়ই ছিল। টেনিসে যে নতুন যুগ তুমি এনেছ, সেটার সঙ্গে কারো তুলনা করা যায় না। আমার কাছে সবসময়ই তুমি সর্বকালের সেরা হয়ে থাকবে। টেনিস কোর্টে তুমি যতটা মজা করেছ, আশা করি জীবনের পরবর্তী ধাপেও ততটাই মজা করবে। তোমাকে এবং তোমার পরিবারের জন্য অনেক শুভেচ্ছা রইল। '

কোহলির এই ভিডিওবার্তার জবাবে ফেদেরার লিখেছেন, 'ধন্যবাদ বিরাট কোহলি। আমি শীঘ্রই ভারতে এটি করতে চাই। '

উল্লেখ্য, গত বছর উইম্বলডনের পর ইনজুরির কারণে আর কোর্টে নামেননি ফেদেরার। বর্ণাঢ্য ক্যারিয়ারে ফেদেরার ৬ বার অস্ট্রেলিয়ান ওপেন, একবার ফ্রেঞ্চ ওপেন, আটবার উইম্বলডন এবং পাঁচবার ইউএস ওপেন জিতেছেন। এছাড়া ২০১৪ সালে সুইজারল্যান্ডের হয়ে ডেভিস কাপ জিতেছেন। তিনবার জিতেছেন হপম্যান কাপ। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক ডাবলসে সোনা জিতে নেন। ২০১২ অলিম্পিকে সিঙ্গেলসে জিতেছেন রূপা।  এছাড়াও তিনি ৬ বার এটিপি ট্যুর চ্যাম্পিয়ন হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে