বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৮:৫৯

এবার যে দাবি নাফিস ইকবালের

এবার যে দাবি নাফিস ইকবালের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে বাদ পড়েছেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। নতুন করে এ পদে স্থলাভিষিক্ত হয়েছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন রাবিদ। বিসিবি সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

গুঞ্জন উঠেছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বের কারণে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাফিসকে। তবে সদ্য সাবেক ম্যানেজার সেসব গুঞ্জন উড়িয়ে দাবি করেন, সবশেষ আরব আমিরাত সিরিজের আগেই পদ থেকে তাকে সরানোর বিষয়ে জানানো হয়েছিল এবং সম্মানের সঙ্গেই তাকে বিদায় দেওয়া হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, 'হ্যাঁ আমাকে আরব আমিরাত সফরের আগেই জানানো হয়েছিল এবং সেটা সম্মানের সঙ্গেই জানানো হয়েছিল। আমি আগে ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার ছিলাম, এখনো তাই আছি। দলে আসলে ফিক্সড টিম ম্যানেজার বলে কেউ নাই, এটা আসলে রোটেশন পলিসি বলা যায়। আমি বিসিবির সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাই।'

সবমিলিয়ে প্রায় বছর খানেক জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন নাফিস ইকবাল। এ সময় খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা বা মনোমালিন্য হয়নি বলে দাবি নাফিসের।

নাফিসের মতে, 'অনেক সময় ভিত্তিহীন অনেক নিউজ হয়, যদি করতেই হয় তাহলে প্রোপার এভিডেন্স নিয়ে করুক। কে কি বলেছে  জানিয়ে দিক, তাহলে বুঝতে পারবো সবকিছু। বিগত এক বছর ধরে দায়িত্বে ছিলাম, দলের কোন খেলোয়াড় কিংবা টিম ম্যানেজমেন্টের কারো সঙ্গেই আমার ঝামেলা হয়নি। এ সময় আমাদের পারফর্মমেন্স ওঠা-নামা করেছে, কিন্তু পরিবেশ খুবই সুন্দর ছিল।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে