শনিবার, ০১ অক্টোবর, ২০২২, ১২:৩৩:২৬

ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন বাবর আজম

ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আরও একটি ফিফটির ইনিংস খেললেন বাবর আজম। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এদিন ২৭তম ফিফটি হাঁকান। ক্রিকেটের এই ছোট ফরম্যাটে দুটি সেঞ্চুরিও রয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবরের।

শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের ষষ্ঠ খেলায় ৫৯ বলে সাত চার আর তিন ছক্কায় অপরাজিত ৮৭ রান করেন বাবর। এদিন এই রান করার পথেই পৌঁছে যান অনন্য উচ্চতায়। তার ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করেন পাকিস্তান।

পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের রেকর্ড গড়লেন বাবর আজম। এর আগে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ ১১৯ ম্যাচে ২ হাজার ৫১৪ রান করেন। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্রিকেটে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম।এর আগে ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (৩৬৯৪), বিরাট কোহলি (৩৬৬৩), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৩৪৯৭) ও আয়ারল্যান্ডের পল স্টারলিং ৩ হাজার ১১ রান করেন। 

শুধু রান করাই নয়, টি-টোয়েন্টিতে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে (৮১তম ম্যাচে) দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড গড়লেন বাবর আজম। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে