বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ০৬:৪৪:২৫

কাতার বিশ্বকাপে কার্ডের নয়া নিয়ম

কাতার বিশ্বকাপে কার্ডের নয়া নিয়ম

স্পোর্টস ডেস্ক: ফুটবলাররা গোল চান। জয় চান। তবে যেটা একেবারেই চান না, সেটা হল রেফারির থেকে কার্ড দেখতে। আর কার্ডের রং লাল হলে তো কথাই নেই। মাথা হেঁট করে মাঠ ছাড়তে হয় ফুটবলারদের। তবে হলুদ কার্ড কিছুটা মন্দের ভালো।

এই সপ্তাহেই কাতাতে শুরু হতে চলেছে ফুটবলের বিশ্বযু'দ্ধ। বিশ্বকাপ চলবে ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। তবে এ বারের বিশ্বকাপে হলুদ কার্ডে রয়েছে কিছু ছাড়। কাতার বিশ্বকাপে কার্ডের নয়া নিয়ম। কী সেই নতুন নিয়ম?

দুটো আলাদা ম্যাচে হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে পাওয়া যাবে না সেই ফুটবলারকে। সেই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। বিশ্বকাপের আগে প্লে অফ বা কোয়ালিফায়ারে হলুদ কার্ড দেখলে তা বিশ্বকাপের মূল পর্বে হিসাবে রাখা হবে না। লাল কার্ড দেখলে সেই ফুটবলারকে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাওয়া যাবে না।

হলুদ কার্ডের নিয়ম গ্রুপ পর্বে না থাকলেও, লাল কার্ডকে গ্রাহ্য করা হবে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত হলুদ কার্ডের নিয়ম গ্রাহ্য হবে। কোনও ফুটবলার যদি গ্রুপ পর্বে দুটো হলুদ কার্ড দেখেন, তাহলে পরের ম্যাচে তাকে পাওয়া যাবে না।

গ্রুপ পর্বে প্রত্যেক দল তিনটে করে ম্যাচ খেলবে। সে ক্ষেত্রে গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচে কোনও ফুটবলার হলুদ কার্ড দেখলে, তাঁকে শেষ ষোলোর ম্যাচে পাওয়া যাবে না। অথবা কোনও ফুটবলার গ্রুপ পর্বের শেষ ম্যাচ আর প্রি কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড দেখে থাকলে, শেষ আটের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। যদিও কোয়ার্টার ফাইনাল থেকে ওই নিয়ম গ্রাহ্য হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে