বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১০:৪৯:৩১

মেসি-ডি মারিয়ার যাদুতে ৪-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

মেসি-ডি মারিয়ার যাদুতে ৪-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: মেসি-ডি মারিয়ার যাদুতে ৪-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা! বিশ্বকাপ মিশনের আগে নিজেদের ঝালিয়ে নিতে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই আরব দেশটির জালে এক হালি গোল দিয়েছে লিওনেল মেসির দল। 

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শক্তিশালী দল খেলিয়েছে আর্জেন্টিনা। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে দলে ফিরেছেন ডি মারিয়া। শুরু থেকেই মাঠে ছিলেন মেসিও। তবে শুরুর দিকটায় আক্রমণে তেমন দ্যুতি ছড়াতে পারছিল না আলবিসেলেস্তিরা।

১১তম মিনিটে গোলমুখে বল পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। ১৫ তম মিনিটে আবারও সুযোগ আসে মেসির সামনে। এবার মেসির দুর্বল শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। 

গোল পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ১৭তম মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে লিড পেয়ে যায় আর্জেন্টিনা। গোলের মূল কারিগর ছিলেন মেসি। ডান প্রান্ত থেকে তার বাড়ানো বলেই জাল ছুঁয়েছেন আলভারেজ। 

২৫ তম মিনিটে লিড দ্বিগুন করেন ডি মারিয়া। বাম পাশের কর্নার থেকে একুনার ক্রস দুর্দান্ত ভলিতে জালে জড়ান অভিজ্ঞ এই ফরোয়ার্ড। ৩৬ তম মিনিটে আবারও ডি মারিয়া গোল। এবার গোলরক্ষকসহ কয়েকজন ডিফেন্ডারকে একাই কাটিয়ে নিয়ে গোল করেন তিনি।

প্রথমার্ধের শেষদিকে স্কোরশিটে নাম লেখান মেসি। বাম প্রান্ত থেকে তার শট এবার ঠেকানোর উপয়ান্তরই খুঁজে পাননি প্রতিপক্ষ গোলরক্ষক। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে