বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ০১:২০:২৫

নামার আগে বিশ্বকাপের পরিকল্পনা জানালেন করিম বেনজিমা

নামার আগে বিশ্বকাপের পরিকল্পনা জানালেন করিম বেনজিমা

স্পোর্টস ডেস্ক: ইতিমধ্যেই অনেকে তাকে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারের তকমা দিয়েছেন। বিগত কয়েক বছর রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন দুরন্ত ফুটবল। করিম বেনজিমা এখন ফ্যানদের বিচারে 'কিং করিম'। তবে আপাতত রিয়াল অতীত। 

বেনজিমার পাখির চোখ কাতারে। গতবারের চ্যাম্পিয়ন দলের হয়ে ফুটবল বিশ্বকাপে খেলবেন তিনি। দিদিয়ের দেশঁর ব্লু আর্মির অন্যতম সেরা যোদ্ধা বেনজিমা। বিশ্বকাপে নামার আগে জানিয়ে দিলেন, তার কী পরিকল্পনা। এক সাক্ষাৎকারে বেনজিমা বলছেন, 'শুধু গোল করার কথাই ভাবছি না। যদিও আমি ওটা করতে পারি। আমি সতীর্থদের সাহায্য করতে পছন্দ করব।' 

৩৪ বছরের করিম বেনজিমার কাছে প্রশ্ন ছিল যে তিরিশের পর ফুটবলারদের ফিটনেস নিয়ে তার কী বক্তব্য, করিম বেনজিমা বলেন, 'আমার মনে হয় না যে, বয়স কোনও ব্যাপার। বহু প্লেয়ারকেই দেখবেন যাঁরা, তিরিশের পর নিজেদের ফিটনেস শক্তিশালী করেছে। প্রশ্নটা হচ্ছে প্রতিজ্ঞার। আমি বাকিদের অনেক কঠোর ট্রেনিং করি। স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আরও একটু বেশি খাটতে হবে।'

গতবছর বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলে ছিলেন না বেনজিমা। বছর ছয়েক আগে ফ্রান্স দলের সতীর্থ ম্যাথিও বালবুয়েনাকে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছিল বেনজিমার বিরুদ্ধে। সেই জন্য জাতীয় দলে তিনি ছিলেন উপেক্ষিত। রিয়াল মাদ্রিদের হয়ে স্বপ্নের ফুটবল খেলেও, জাতীয় দলে তার জায়গা হয়নি। সেই কঠিন সময়ে তার পাশে ছিলেন শুধু ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। 

বেনজিমা বলছেন, 'অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। একটা সময় ছিল যখন আমি জাতীয় দলে ছিলাম না। কিন্তু কখনও হাল ছাড়িনি। জিদান আমাকে বলতেন, ফুটবল উপভোগ করতে। যাতে একদিন আমি এই বিশ্বকাপ জিততে পারি। এটাই আমাকে মানসিক ভাবে শক্তিশালী করেছে।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে