বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ০৭:০৩:১৯

এসব পোশাক পরলেই জেল, কাতার বিশ্বকাপে অস্বস্তিতে নারী ভক্তরা!

এসব পোশাক পরলেই জেল, কাতার বিশ্বকাপে অস্বস্তিতে নারী ভক্তরা!

স্পোর্টস ডেস্ক: ২০ নভেম্বরে শুরু ফুটবল বিশ্বকাপ। স্বভাবতই অংশগ্রহণকারী ৩২টি দেশের সমর্থকরা উত্তেজিত। ইতিমধ্যে পছন্দের দলকে সমর্থন করতে কাতারে পৌঁছে গেছেন বহু সমর্থক। পুরুষ মহিলা নির্বিশেষ। কিন্তু বেজায় অস্বস্তিতে পড়তে হচ্ছে মেসি-রোনাল্ডো-নেইমারদের নারী ভক্তরা। 

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশে বিশ্বকাপের আসর বসায় সমস্যা! ফিফার ওয়েবসাইটে স্পষ্ট করা হয়েছে, যে দেশে খেলা সেখানকার নিয়ম মানতে হবে। খোলামেলা পোশাকে স্টেডিয়ামে যাওয়া চলবে না। ক্লিভেজ দেখানো যাবে না, মিনি স্কার্ট পরা যাবে না। এসব পোশাক পরলেই জেল ও জরিমানা, কাতার বিশ্বকাপে অস্বস্তিতে নারী ভক্তরা।

আগেই কাতারের তরফে বলা হয়েছিল, ভিন দেশ থেকে আসা মহিলাদের পোশাক হবে ভদ্রস্থ। শরীরে ঊর্ধাংশ যেন ঠিক ভাবে ঢাকা থাকে। আশালীন পোশাক পরা মহিলাদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। উল্লেখ্য, কাতারের আইন অনুযায়ী মহিলাদের গোটা শরীর ঢাকা পোশাক পরতে হয়।

এর অন্যথা হলে তা শা'স্তিযো'গ্য অ'পরা'ধ হিসেবে গন্য হয়। এই অবস্থায় ফিফার ওয়েবসাইটে স্পষ্ট করা হল, মহিলারা তাদের পছন্দসই পোশাক পরে স্টেডিয়ামে আসতে পারেন বটে। কিন্তু সেই পোশাক হতে হবে 'শালীন'।

জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ভাবেই মিনি স্কার্ট পরে মাঠে আসা যাবে না। কাঁধ, কনুই এবং পা ঢেকে আসতে হবে। আটোসাটো পোশাক পরা যাবে না। নি'ষে'ধা'জ্ঞা শুধু স্টেডিয়ামে নয়, সর্বত্র কার্যকর হবে। 

আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, স্টেডিয়ামে যেসব মহিলা আসবেন, তাদের প্রত্যেকের ওপর নজর থাকবে। নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। এমন নির্দেশিকা যে মহিলা ফুটবল ভক্তদের কাছে দুঃসংবাদ তা বলা বাহুল্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে