বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ০৭:৪৩:১৯

আগামী বিশ্বকাপে ভারতের নতুন অধিনায়ক কে? জানালেন রবি শাস্ত্রী

আগামী বিশ্বকাপে ভারতের নতুন অধিনায়ক কে? জানালেন রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর থেকেই রোহিত শর্মার অধিনায়কত্ব কাঠগড়ায়। অনেকেই চান, রোহিত সরে গিয়ে অন্য কাউকে জায়গা করে দিন। হার্দিক পান্ডিয়াই সেই দৌড়ে এগিয়ে। এ বার রবি শাস্ত্রীও একই দাবি তুললেন। 

আগামী বিশ্বকাপে ভারতের নতুন অধিনায়ক কে? জানালেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক কোচের মতে, রোহিতের চাপ কমিয়ে টি-২০ ফরম্যাটে হার্দিককে দায়িত্ব দেওয়া হোক। গুজরাত টাইটান্সকে আইপিএল জেতানোর পর আয়ারল্যান্ডে ভারতীয় দলকে নেতৃত্ব দেন হার্দিক। এ বার নিউজ়িল্যান্ডেও সীমিত ওভারে তিনি নেতা। সিরিজ় শুরু শুক্রবার। 

তার আগে শাস্ত্রী বলেছেন, “টি-২০ ক্রিকেটে নতুন অধিনায়ক হলে কোনও সমস্যা নেই। যে পরিমাণ ক্রিকেট খেলা হয়, তিনটে ফরম্যাটেই কোনও এক জন ক্রিকেটারের পক্ষে খেলা সোজা কথা নয়। রোহিত টেস্ট এবং এক দিনের দলে নেতৃত্ব দিলে টি-২০ ক্রিকেটে নতুন অধিনায়ক নিয়োগ করতে অসুবিধা নেই। যদি সেই নামটা হার্দিক হয়, তাই হোক।”

টি-টোয়েন্টি ফরম্যাটে বিশেষজ্ঞ ক্রিকেটার দলে নেওয়ার কথা বলেছিলেন ভিভিএস লক্ষ্মণ। শাস্ত্রীর গলাতেও একই সুর। হার্দিক যে রকম চাপহীন ক্রিকেট খেলেন, সেই ধরনের ক্রিকেটারদের দলে নিতে বলেছেন তিনি। 

শাস্ত্রীর কথায়, “এটাই ভবিষ্যতের ভাবনা। ভিভিএস ঠিক বলেছেন। বিশেষজ্ঞ খুঁজে বার করো। ভারত যাতে দুর্দান্ত একটা ফিল্ডিং দল হয় সেটার জন্য এমন তরুণ ক্রিকেটারদের খুঁজে বার করতে হবে, যারা ভয়ডরহীন এবং তারা মাথার উপর কোনও বোঝা ছাড়াই খেলতে নামবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে