শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ০৪:২৩:২৫

বিশ্বকাপ আয়োজন করলে সেই দেশটির কি লাভ হয়?

বিশ্বকাপ আয়োজন করলে সেই দেশটির কি লাভ হয়?

স্পোর্টস ডেস্ক: অলিম্পিককে এই বিশ্বের সবথেকে বড় ক্রীড়া প্রতিযোগিতা হিসাবে গন্য করা হয়। অলিম্পিক বাদ দিলে এই বিশ্বের সবথেকে বড় প্রতিযোগিতা নিঃসন্দেহে ফুটবল বিশ্বকাপ। আশা করা হচ্ছে প্রায় ৫০০ কোটির চোখ থাকবে এই প্রতিযোগিতায়। 

১০ লক্ষেরও বেশি লোক কাতারে উপস্থিত থেকে ম্যাচ দেখবেন। ম্যাচের টিকিট, সম্প্রচার স্বত্ব, পুরস্কার মূল্য, বিদেশি দর্শকদের আগমন ঘিরে পর্যটন, স্পনসর সবমিলিয়ে আয়োজন দেশের রোজগার রয়েছে এই বিশ্বকাপ ঘিরে। কিন্তু এর পাশাপাশি বিশ্বকাপের পরিকাঠামো তৈরিতে যে খরচ হয় না নেহাতই কম নয়। কয়েক শত কোটি টাকা খরচ হয়ে যায় তা করতে।

যে বিষয়টি দাঁড়ালো আয়োজনের পর রোজগার এবং পরিকাঠামো নির্মাণে খরচ। এই দুইয়ের হিসাব করলে কী অর্থনৈতিক দিক থেকে লাভ থাকে কোনও দেশের? কেবল অর্থনৈতিক হিসাব কষলে অধিকাংশ ক্ষেত্রেই এর উত্তর হবে না। সম্প্রচার সত্ত্ব ওই দেশ বিক্রি করলেও তার বড় অংশই যায় ফিফার খাতে। একই কথা টিকিট বিক্রি এবং মার্কেটিং অধিকারের ব্যাপারেও। 

এই সব খাতের সিংহভাগই যায় ফিফার অ্যাকাউন্টে। প্রতিযোগিতা চলার জন্য খরচের একটা বড় অংশ এখান থেকে আয়োজকদের দেয় ফিফা। পুরস্কার অর্থের পাশাপাশি ১.৭ বিলিয়ন ডলার কাতারকে দিয়েছে ফিফা। কিন্তু স্টেডিয়াম, রেল যোগাযোগ, পরিকাঠামো নির্মাণে প্রায় ২০০ বিলিয়ন ডলার খরচ হয়ে গিয়েছে কাতারের। তাহলে লাভ কী হল?

বিশ্বকাপ আয়োজনের সমস্ত লাভ স্বল্পমেয়াদী অর্থনৈতিক ভাবে বিচার করা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। একটি বিশ্বকাপ আয়োজনের প্রভাব সুদূরপ্রসারী বলে মত বিশেষজ্ঞদের। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে সারা বিশ্বের কাছে দরজা খুলে যায় সে দেশের। অংশগ্রহণকারী ছাড়াও বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করেন সেখানে। যা পরবর্তী কালে পর্যটনের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 

পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তৈরির বিষয়টিও জড়িয়ে যায় এর সঙ্গে। কোনও বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া পরিকাঠামো পরবর্তীকালে বিভিন্ন প্রতিযোগিতার জন্য ব্যবহৃত হতে থাকে। সফল বিশ্বকাপ আয়োজন করতে পারলে অন্য প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনাও খুলে যায় সে দেশের সামনে। তাই বিশ্বকাপ আয়োজন স্বল্পমেয়াদি লাভ না দেখালেও দীর্ঘমেয়াদি লাভ অবশ্যই দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে