শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ০৬:৪১:১২

বিশ্বকাপে ফ্রান্সের তুরুপের তাস এই ৫ ফুটবলার!

বিশ্বকাপে ফ্রান্সের তুরুপের তাস এই ৫ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক: এ বারের বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বের উন্মাদনা একে বারেই অন্য উচ্চতায় পৌঁছিয়েছে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়াম এমবাপের মতো হাইপ্রোফাইল তারকাদের দ্বৈরথের কোন দেশ শেষ পর্যন্ত বাজিমাত করে সেই দিকে নজর গোটা বিশ্বের। 

এই বিশ্বকাপে বিশেষ নজর থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ফ্রান্সের উপর। বিশ্বকাপে ফ্রান্সের তুরুপের তাস ৫ ফুটবলার! এক নজরে দেখে নেওয়া যাক কোনও পাঁচ ফুটবলার দিদিয়ের দেঁশের তুরুপের তাস হয়ে উঠতে চলেছেন।

করিম বেনজিমা: ফ্রান্সের বিশ্বকাপ দলের সব থেকে বড় নামটি নিঃসন্দেহে করমি বেনজিমা। যতই এমবাপে বা গ্রিজম্যান থাকুন, বেনজিমার দক্ষতার আগে এই দুই ফুটবলারের তুলনা চলে না। একক দক্ষতায় রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়ে চলেছেন এই ফরাসি ফুটবলার। 

বিতর্কে জড়িয়ে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও তা এখন অতীত। ফ্রান্স দলের অন্যতম এই স্তম্ভ কেমন পারফর্ম করে তার উপর ফরাসি দলটির বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করছে। সদ্য ব্যালন ডি'ওর জিতেছেন বেনজিমা। ব্যান ডি'ওর জয়ী ফুটবলার ফারাক করে দিতে পারে যে কোনও মুহূর্তে।

কিলিয়ান এমবাপে: গোল মেশিন হিসেবে পরিচিত ২৩ বছর বয়সী এই ফুটবলারটি দেশের জার্সিতে ৫৯টি ম্যাচ খেলেছেন। পিএসজির জার্সিতে প্রতিপক্ষ গোলের সামনে ত্রাসের কারণ এমবাপে। মাঝমাঠ থেকে বলের জোগান ঠিক থাকলে গোল তুলে নেওয়া কোনও বড় বিষয় হবে না এই ফুটবলারটির।

অ্যান্তোনিও গ্রিজম্যান: ফ্রান্সের এই দলের তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার গ্রিজম্যান। মূলত সেকেন্ড স্ট্রাইকার হিসেবেই খেলেন তিনি। গোলের ঠিকানা লেখা পাস বাড়ানোর ক্ষেত্রে গ্রিজম্যানের সমগোত্রীয় ফুটবলার এই ফরাসি দলে আর একটিও নেই।

করিম বেনজিমা, কিলিয়ান এমবাপেরা কেমন খেলেন তা অনেকটাই নির্ভর করবে গ্রিজম্যান কেমন বল তৈরি করতে পারেন তার উপর। এ ছাড়া গোল করার ক্ষেত্রেও সমান দক্ষ এবং সাবলীল অ্যাথলেটিকো মাদ্রিদের ৩১ বছর বয়সী এই ফুটবলারটি।

অলিভার জিরু: বিশ্বকাপের জন্য ঘোষিত ফরাসি দলের দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার জিরু। আর্সেনাল, চেলসির হয়ে দাপিয়ে খেলা এই গোলশিকারী স্ট্রাইকার বর্তমানে নিজের ছন্দে নাচাচ্ছেন এসি মিলান সমর্থকদের। ফ্রান্সের হয়ে ৪৯টি গোল করা জিরুর দিকে নজর রাখতেই হবে। ৩৬ বছর বয়সী জিরুর খুব সম্ভবত এটিই শেষ বিশ্বকাপ হয়ে চলেছে।

হুগো লরিস: ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হুগো লরিস এই বারও দলকে নেতৃত্ব দেবেন। ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক বিশ্বকাপের জন্য নির্বাচিত স্কোয়াডের সব থেকে অভিজ্ঞ সদস্য। তিনি এখনও পর্যন্ত ফ্রান্সের জার্সিতে খেলেছেন ১৩৯টি ম্যাচ। টটেনহ্যাম হটস্পারের এই গোলরক্ষকের নেতৃত্বগুণ এবং পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে