শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১২:২৩:৫৬

কঠোর সিদ্ধান্ত, শঙ্কার মুখে রোনালদোর ভবিষ্যৎ

কঠোর সিদ্ধান্ত, শঙ্কার মুখে রোনালদোর ভবিষ্যৎ

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো বিস্ফোরণের পর কেটে গিয়েছে দিন দুই। এত দিন ম‌্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের কাছ থেকে সেভাবে কোনও বিবৃতি না এলেও শুক্রবার ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, রোনালদোর বিবৃতির পরিপ্রেক্ষিতে তারা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

ম‌্যান ইউনাইটেডের কঠোর সিদ্ধান্ত এই বক্তব‌্য প্রকাশিত হওয়ার পর ওল্ড ট্র‌্যাফোর্ডে রোনালদোর ভবিষ‌্যৎ শঙ্কার মুখে, তা না বলেও চলে। এই বিবৃতির পর অনেকেই মনে করেছেন, রোনালদোর পক্ষে আর ম‌্যান ইউনাইটেডে থাকা মুশকিল। এবং এদিন ক্লাব কর্তৃপক্ষ যা বলেছে, তাতে মোটামুটি স্পষ্ট যে, রোনালদো ইস‌্যুতে তারা কঠোর সিদ্ধান্তই নিতে চলেছে। 

উল্লেখ‌্য, কয়েকদিন আগে, টক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা তীব্র ভাষায় আক্রমণ করেছেন ম‌্যান ইউনাইটেডের কর্তৃপক্ষ, কোচ এরিক টেন হাগ এবং ম‌্যান ইউনাইটেডের সাবেক কয়েকজন ফুটবলারদেরও। যা সামনে আসতেই হইচই বলে গেছে ফুটবল বিশ্বে।

ম‌্যান ইউয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘সংবাদমাধ‌্যমে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে ক্লাব কর্তৃপক্ষ যথাযথ ব‌্যবস্থা নেওয়ার প্রক্রিয়া আজ থেকে শুরু করেছে। প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে এই বিষয়ে একটা শব্দও বলা হবে না।’’ 

তবে ব্রিটিশ সংবাদমাধ‌্যম সূত্রে জানা গিয়েছে, ম‌্যান ইউনাইটেড সম্ভবত রোনালদোর চুক্তি বাতিল করতে চলেছে। অর্থাৎ তারা সিআর সেভেনকে বহিষ্কারের করার পথেই হাঁটতে চলেছে। এই ব‌্যাপারে তারা আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। যাতে রোনালদোর সঙ্গে চুক্তি ভাঙলে তাদের কোনওরকম আর্থিক ক্ষতিপূরণ দিতে না হয়।

এমনিতে, ম‌্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তারা মনে করছেন, রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করার উপযুক্ত অ'স্ত্র তাদের হাতে রয়েছে। এদিকে, বিশ্বকাপকে সামনে রেখে ম্যানচেস্টার ইউনাইটেড বিতর্ক থেকে রোনালদোকে আড়াল করতে চাইছেন পর্তুগাল কোচ দিদিয়ের দেশঁ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে