শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ০৩:১৮:৫০

চেতন শর্মার ছাঁটাইয়ের পর এবার রোহিত শর্মার পালা!

চেতন শর্মার ছাঁটাইয়ের পর এবার রোহিত শর্মার পালা!

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। আর সেকারণেই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক হেরে বিদায় নিতে হয়েছে। 

এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই পরাজয়ের কারণ খোঁজা শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে বোর্ড শুক্রবার চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীকে রাতারাতি ছাঁটাই করে দিয়েছে। শোনা যাচ্ছে যে চেতন শর্মার ছাঁটাইয়ের পর এবার রোহিত শর্মার পালা!

আগামীদিনে বিসিসিআই রোহিত শর্মাকে নিয়েও কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বিসিসিআই নতুন নির্বাচকমণ্ডলীর আবেদনপত্র ছাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটা নির্দিষ্ট লক্ষ্যও স্থির করে দিয়েছে। টিম ইন্ডিয়ার নয়া নির্বাচকমণ্ডলীর আশু দায়িত্ব হবে আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক নির্বাচন করা। 

নতুন নির্বাচকেরা দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রথম কাজ হবে তিনটে আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক নির্বাচন অনিবার্য করে দেওয়া হবে। এর অর্থ হল বিসিসিআই এবার স্প্লিট ক্যাপ্টেন্সির নীতিতেই ভবিষ্যত পরিকল্পনা তৈরি করবে।

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় ক্রিকেট দল আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। এই পরিস্থিতিতে সকলেই আশা করেছিলেন যে রোহিত শর্মা এবার খেতাব জয় করে এই খরা কাটাতে পারবেন। কিন্তু, বিশ্বকাপের নকআউট পর্যায়ে হতাশার রেকর্ড বদলাতে পারেননি। 

ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল লজ্জার হার স্বীকার করতে হয়েছে। ব্যাট হাতে তিনি একেবারে ফ্লপ হয়েছেন। ৬ ম্যাচে ১৯.৩৩ গড়ে তিনি মাত্র ১১৬ রানই করতে পেরেছেন। তার স্ট্রাইক রেট ছিল ১০৬.৪২ যা অত্যন্ত খারাপ বলেই বিবেচিত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে