রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ০৯:৪৫:৫৬

বিশ্বকাপ জয়ের মিশনে কাতার পৌঁছেছে ব্রাজিল দল

বিশ্বকাপ জয়ের মিশনে কাতার পৌঁছেছে ব্রাজিল দল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ৩২ দলের ৩১টি আগেই কাতার পৌঁছেছে। বাকি ছিল কেবল ব্রাজিল। হেক্সা জয়ের মিশন নিয়ে বিশ্বকাপের শেষ দল হিসেবে শনিবার রাতে কাতার পৌঁছেছে সেলেকাওরাও। ইতালির তুরিন থেকে যাত্রা করে কাতারের স্থানীয় সময় মধ্যরাতে নেইমার-ভিনিসিউসদের বহনকারী ফ্লাইটটি দোহা বিমানবন্দরে অবতরণ করে।

হেক্সা জয়ের মিশনে বাছাইপর্বে দারুণ খেলেছে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি তারা ছিল অপরাজিত। ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থেকেই তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে। সবশেষ তারা কোপা আমেরিকার ফাইনালে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে হেরেছিল। এরপর থেকে গেল ১৫ ম্যাচ ধরে অপরাজিত আছে তারা।

রোনাল্ডো-রিভালদো-রোনালদিনহোদের হাত ধরে ব্রাজিল সবশেষ ২০০২ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এরপর গেল ২০ বছরে আর ফাইনাল খেলা হয়নি তাদের। ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই থেমেছিল তাদের যাত্রা।

এবার তারা ২০ বছরের অপেক্ষার পালা ঘোচাতে চায়। সে লক্ষ্যেই ৩২ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করে। কাতার আসার আগে সেই দল ট্রেনিং করে ইতালির তুরিনে। সেখানে পাঁচদিনের কম্প্যাক্ট অনুশীলন শেষে কাতার পৌঁছালো। আজ রোববার আল আরাবি স্টেডিয়ামে ব্রাজিল দল তাদের প্রথম অনুশীলন করবে।

এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে তাদের হেক্সা জয়ের মিশন শুরু হবে। এরপর ২৮ নভেম্বর রাত ১০টায় দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা। আর ২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে