রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ০৭:৫০:২৩

শেষ যাবতীয় অপেক্ষা, ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় ঘোষণা

শেষ যাবতীয় অপেক্ষা, ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটারদের বোর্ডের কাছ থেকে ম্যাচ ফি পেতে অনেক বিলম্ব হত। টাকা পাওয়ার রাস্তাটা ছিল অনেক জটিল। ক্রিকেটাররা তাদের বেতন সংক্রান্ত সংক্রান্ত চালান তৈরি করে নিজ নিজ রাজ্য সংস্থার কাছে জমা দিত। 

রাজ্য সংস্থাগুলি ক্রিকেটারদের সেই চালান বোর্ডের কাছে পাঠাত। বোর্ডের কর্মীরা চালান পরীক্ষা করে সেগুলি বোর্ড কর্মকর্তাদের কাছে পাঠাতেন। বোর্ড কর্মকর্তারা দেখার পর তারপর পেমেন্ট হত। এই প্রক্রিয়া অবলম্বন করার জন্য আগে ঘরোয়া ক্রিকেটারদের পেমেন্ট পেতে অনেক দেরি হত। 

কখনও কখনও এক মরশুমের টাকা অন্য মরশুমে পেয়েছে। সমস্যা মেটাতে ঘরোয়া ক্রিকেটারদের পেমেন্ট এবার থেকে ডিজিটাল পদ্ধতিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে পেমেন্টে আর বিলম্ব হবে না বলে মনে করছেন বোর্ড কর্মকর্তারা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, ‘‌ক্রিকেটারদের ম্যাচ ফি পাওয়ার জন্য আমাদের আর অনুমোদনের প্রয়োজন নেই। আমাদের কাছে ক্রিকেটারদের সময়মতো ম্যাচ ফি পাওয়াটাই অগ্রাধিকার। এবার থেকে পেমেন্টের জন্য সহজ প্রক্রিয়া অনুসরণ করা হবে। ডিজিটাল পদ্ধতিতে ক্রিকেটারদের পেমেন্ট দেওয়া হবে।’‌ 

দীর্ঘদিন ক্রিকেটাররা বোর্ডের কাছে অভিযোগ করেছিল, রাজ্য সংস্থাগুলি ম্যাচ ফি–র টাকা দিতে অনেক বেশি দেরি করছে। কারণ তাদের নিজ নিজ রাজ্য সংস্থাগুলি সময়মতো ক্রিকেটারদের চালান বোর্ডের কাছে পাঠায়নি। শেষ যাবতীয় অপেক্ষা, ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় ঘোষণা।

ভারতীয় ক্রিকেটে জুনিয়র এবং সিনিয়র খেলোয়াড়দের জন্য তিনটি স্ল্যাব রয়েছে। রনজি ট্রফিতে ২০টি ম্যাচ খেলা সিনিয়র ক্রিকেটাররা দিন পিছু ৪০ হাজার টাকা পাওয়ার অধিকারী। রিজার্ভে থাকা ক্রিকেটাররা পাবেন ২০ হাজার টাকা করে। প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা যারা ২১ থেকে ৪০টি ম্যাচ খেলেছেন, তারা প্রতিদিন ৬০ হাজার টাকা করে পাবেন।

আর রিজার্ভে থাকা ক্রিকেটাররা ৩০ হাজার টাকা করে। অর্থাৎ সিনিয়র ক্রিকেটাররা রনজিতে একটা ম্যাচ খেললে ২ লক্ষ ৪০ হাজার টাকা পাবেন। কোনও ক্রিকেটার যদি ঘরোয়া ক্রিকেটে নূন্যতম ৫০ দিন ম্যাচ খেলেন তাহলে ৩০ লক্ষ টাকা আয় করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে