সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ০৩:৫৪:০৪

দলের প্রধান কোচের কন্যার সঙ্গে চুটিয়ে প্রেম স্পেন তারকার!

দলের প্রধান কোচের কন্যার সঙ্গে চুটিয়ে প্রেম স্পেন তারকার!

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপে গ্রুপ ই-তে রয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। একই গ্রুপে রয়েছে কোস্টারিকা, জাপান এবং জার্মানি। বুধবার কোস্টারিকা ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লুইস এনরিকের প্রশিক্ষণাধীন দল। 

এবারের বিশ্বকাপে নজর থাকবে একটি বিশেষ বিষয়ের দিকে। স্পেন দলের তারকা উইঙ্গার এখন চুটিয়ে প্রেম করছেন দলের প্রধান কোচ এনরিকের কন্যা সিরা মার্তিনেজের সঙ্গে। এনরিকের কন্যার সঙ্গে প্রেম বিশ্বকাপে তার উপর বাড়তি চাপ তৈরি করবে কিনা সে ব্যাপারে ফেরান তোরেসকে এদিন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। 

তোরেস নিজের সম্পর্ক না লুকিয়ে স্পষ্ট করে দেন তিনি এবং এনরিকে দুজনেই পারিবারিক বিষয় ও পেশাদার বিষয়ের মধ্যে ফারাক সম্পর্কে সচেতন। তোরেস বলেন, কোচ এবং আমি জানি পরিবার এবং খেলার মাঠে ম্যানেজার ও প্লেয়ারের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কীভাবে আলাদা করে রাখতে হয়। সেইমতোই আমরা চলি এবং কোনও সমস্যাই হয় না। 

উল্লেখ্য, ক্লাব ফুটবলে ভ্যালেন্সিয়া এবং ম্যানচেস্টার সিটির হয়ে খেলার পর চলতি বছর তোরেস সই করেছেন বার্সেলোনায়। তোরেসের সঙ্গে সিরার সম্পর্ক নিয়ে লুকোছাপা পছন্দ করেন না লুইস এনরিকেও। মজা করে একটি অনলাইন চ্যাটে তিনি জানিয়েছেন, তোরেসকে নিয়ে কোনও সিদ্ধান্ত ভুল নিলে কন্যা সিরা যে তার মাথা কেটে দেবেন সেই ভাবনাও তার থাকে। 

তোরেস নিজেও সম্পর্কের বিষয়ে খোলামেলা। ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে স্পেন। বিশ্বজয়ী দলের মাত্র একজন, সের্হিও বুস্কেৎস রয়েছেন কাতার বিশ্বকাপের দলে। এনরিকের দলে একঝাঁক তরুণ ফুটবলার। তারুণ্যেই বাজিমাত করতে চাইছে স্পেন। রামোসকেও দলে রাখেননি এনরিকে।

হেড কোচের ভিশনকে অবশ্য সমর্থনই করেছেন হবু জামাই। তোরেস বলেন, আমাদের দলে তরুণ ফুটবলাররা রয়েছেন। সকলেই সাফল্যলাভের জন্য ক্ষুধার্ত, উচ্চাকাঙ্ক্ষী। সকলেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত বলেও দাবি করেছেন তোরেস।

ইউরো কাপ চলাকালীনই তোরেসের সঙ্গে সমবয়সী সিরার সম্পর্কের কথা জানা গিয়েছিল। ২০২১ সাল থেকে তোরেস ও সিরা ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করে থাকেন। সিরা মার্তিনেজ স্পেনের জনপ্রিয় ইক্যুয়েস্ট্রিয়ান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে