সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ০৫:২৮:০৮

ইংল্যান্ড অধিনায়ককে ফিফার কড়া হুঁশিয়ারি

ইংল্যান্ড অধিনায়ককে ফিফার কড়া হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক: কাতারে আয়োজিত ২০২২ ফিফা বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনকে 'ওয়ান লাভ' আর্ম ব্যান্ড পরার অনুমতি দেওয়া হয়নি। এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই আর্ম ব্যান্ড পরা হয়। 

বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা রোববার ইংল্যান্ড দলের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছিল। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ম্যাচ চলাকালীন কোনও অতিরিক্ত সামগ্রী পরিধান করার অনুমতি দেওয়া হবে না। উল্লেখ্য, কাতারে প্রত্যেকটা নিয়মেরই যথেষ্ট কড়াকড়ি রয়েছে।

সূত্রের খবর, 'কয়েকটি ইউরোপিয়ান দেশ দাবি তুলেছে যে কাতারে আয়োজিত ২০২২ ফিফা বিশ্বকাপ চলাকালীন 'ওয়ান লাভ' আর্ম ব্যান্ড পরে তারা মাঠে নামবে। কিন্তু, মাঠে নামতে না নামতেই সেই ফুটবলারদের উপরে নিষে'ধা'জ্ঞা জারি হতে পারে। যদিও ফুটবলারদের এই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।' 

লতি ফুটবল বিশ্বকাপে কেন সেই ১০ অধিনায়কের মধ্যে একজন, যিনি এই ইঙ্গিত দিয়েছেন যে বিশ্বকাপের আসরে 'ওয়ান লাভ' আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন। এই দশটি দেশের মধ্যে ৯ দেশ কাতারে আয়োজিত এই শীতকালীন টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে। 

কাতারে এখানে সমপ্রেম এবং সমপ্রেমকে উৎসাহ দেওয়া অ'পরা'ধ বলে গণ্য করা হয়। কাতারে সোমবার ওয়েলসের বিরুদ্ধে খেলতে নামবে ইংল্যান্ড। আর এই ম্যাচে 'ওয়ান লাভ' আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন বলেই জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। 

তবে ফুটবলারদের পোশাকের ব্যাপারে ফিফা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। নির্ধারিত পোশাকবিধি অনুসারে এই 'রংধনু' বাহুবন্ধনী পরিধান করার কোনও অনুমতি দেওয়া হবে না। সোমবার ইংল্যান্ড চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে। ম্যাচের ইংল্যান্ড অধিনায়ককে কড়া হুঁশিয়ারি দিয়েছে ফিফা।

এই ম্যাচে হ্যারি কেন যদি এই 'ওয়ান লাভ' আর্ম ব্যান্ড পরে খেলতে নামেন তাহলে ম্যাচের শুরুতেই তাকে প্রথমে হলুদ কার্ড দেখানো হবে। এরপর যদি দ্বিতীয় ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি করেন, তাহলে তাকে আরও একটা হলুদ কার্ড দেখানো হতে পারে। এরপর তৃতীয় ম্যাচে তাকে নির্বাসিত করা হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে