সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ০৫:৪০:৫১

করিম বেনজিমার জন্য এটা চূড়ান্ত বিপর্যয়: পাসারেল ডুপ্রাজ

করিম বেনজিমার জন্য এটা চূড়ান্ত বিপর্যয়: পাসারেল ডুপ্রাজ

স্পোর্টস ডেস্ক: চলতি মরশুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজিমা। ক্লাব ফুটবল খেলার সময় বারবার চোটের কবলে পড়েছেন। ফিরেও এসেছেন। রিয়াল মাদ্রিদকে এবছর খুব বেশি সাহায্য করতে পারেননি।

বিশ্বকাপের কথা মাথায় রেখে দারুণ সতর্ক ছিলেন। রিহ্যাবের জন্য দলের ফিজিওর সঙ্গেই বেশি সময় কাটাতেন। বাড়তি সতর্ক থেকেও চোটের কবল থেকে বাঁচতে পারেননি বেনজিমা। উরুতে চোট পেয়ে কাতার বিশ্বকাপের বাইরে ফ্রান্সের এই তারকা ফুটবলার।

বেনজিমা ছিটকে গেলেও ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নাকি কমবে না। এমনই মনে করছেন সে দেশের সাবেক স্ট্রাইকার পাসাকেল ডুপ্রাজ। খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে এবছর কাতারে পৌঁছেছে ফ্রান্স। মঙ্গলবার তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে নামবে। দীর্ঘদিন ধরেই উরুতে চোটের সমস্যায় ভুগছিলেন বেনজিমা। 

চোট সারিয়ে জাতীয় দলের শিবিরে যোগ দিয়েছিলেন। অনুশীলনে আবার পুরনো জায়গায় চোট পেয়েছেন। বেঞ্জেমা চোট পাওয়ায় কোচ দিদিয়ের দেশঁ–র পরিকল্পনায় যে ব্যাঘাত ঘটবে, সেকথা নিশ্চিতভাবেই বলা যায়। 

দেশঁ বলেছেন, ‘‌বেনজিমার জন্য খুবই খারাপ লাগছে। এই বিশ্বকাপটাকেই বেনজিমা পাখির চোখ করেছিল। ওর চোট পাওয়াটা দলের কাছে বড় ধাক্কা। আমার পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে। তবে আশা করছি এই ধাক্কা সামলে উঠব। বাকি ফুটবলারদের ওপর আমার আস্থা আছে।’‌

অনেকেই মনে করছেন করিম বেনজিমার অনুপস্থিতি ফ্রান্সের শিরোপা ধরে রাখার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। কিন্তু পাসারেল ডুপ্রাজ সেটা মনে করছেন না। লিগ ১–এর প্রাক্তন এই বলেছেন, ‘করিম বেনজিমার জন্য এটা চূড়ান্ত বিপর্যয় কিন্তু তার ছিটকে যাওয়ার জন্য ফ্রান্সের খুব বেশি সমস্যা হবে না। কারণ, আমাদের কাছে স্ট্রাইকারের অভাব নেই।’‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে