সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ০৬:৫৫:২৩

হাসপাতালের বিছানায় শুয়ে শাহিন আফ্রিদির 'আর্তি'!

হাসপাতালের বিছানায় শুয়ে শাহিন আফ্রিদির 'আর্তি'!

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেই চোটের জন্য তিনি দু সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। তার মধ্যেই আবার শাহিন ভক্তদের কাছে দুঃসংবাদ। 

তার অ্যাপে'ন্ডিসা'ইটিস ধরা পড়েছে। ইসলামাবাদের এক হাসপাতালে তার পেটে অ'স্ত্রো'পচার করে অ্যাপে'ন্ডিসা'ইটিস বাদ দেওয়া হয়েছে। আপাতত তিনি কিছুটা সুস্থ রয়েছেন। শাহিন সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে বেড়ে শুয়ে থাকার ছবি পোস্ট করেছে।

ভক্তদের কাছে আবেদন জানিয়েছেন তার দ্রুত আরোগ্য কামনা কামনার জন্য। তার সেই ভিডিও পোস্ট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে শাহিন আফ্রিদির 'কাতর আর্তি', আমার জন্য সবাই একটু দোয়া করুন!

টুইটারে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবি পোস্ট করে পাকিস্তানের এই জোরে বোলার ক্যাপশনে লিখেছেন, "আজ আমার অ্যাপটমি অস্ত্রোপচার হয়েছে আলহামদুল্লাহ আমি এখন অনেকটাই সুস্থবোধ করছি। আমার জন্য সবাই দোয়া করুন।" 

এই অ'স্ত্রো'প'চারের ফলে দীর্ঘদিন মাটির বাইরে কাটাতে হবে পাকিস্তানের এই জোরে বোলারকে। তার মাঠে ফিরতে কমপক্ষে ছয়-সাত সপ্তাহ লেগে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। এই সময়টা তাকে রিহ্যাব করে কাটাতে হবে। মনে করা হচ্ছে এপ্রিলের আগে মাঠে ফিরতে পারবেন না শাহিন শাহ আফ্রিদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে