মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ০৬:০৭:৪১

বিশ্বকাপে প্রথম অঘটন ঘটালো সৌদি আরব, শিকার আর্জেন্টিনা

বিশ্বকাপে প্রথম অঘটন ঘটালো সৌদি আরব, শিকার আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: কাতারের লুসাইল স্টেডিয়ামে বিকাল ৪:০০ মিনিটে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। প্রতিপক্ষ সৌদি আরব। এই ম্যাচে ঘটে গেল অঘটন। বিশ্বকাপে প্রথম অঘটন ঘটালো সৌদি আরব, শিকার হলো মেসির আর্জেন্টিনা।

স্রোতের বিপরীতেই ঘটনা ঘটেছে। প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হতেই পাল্টে যায় দৃশ্যপট। আর্জেন্টিনার জালে বল পাঠাল সৌদি আরব। তাও এক বার নয়, দুই বার! খেলার ৫৩ মিনিটে ২-১ গোলে এগিয়ে সৌদি আরব। স্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনার সমর্থকরা।

এর আগে প্রথমার্ধে পেনাল্টি থেকে লিওনেল মেসির গোলে ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকে যেন গোলটা রীতিমতো লুকোচুরিই খেলছে আকাশী-সাদাদের সঙ্গে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের জালে মেসির সেই গোলের পর আরও গুনে গুনে তিন বার বল জড়িয়েছে তার দল।

তবে এরপরও প্রথমার্ধ বিরতিতে দলটিকে যেতে হয়েছে ১-০ গোলে এগিয়েই। বাকি তিন গোলই বাতিল হয়েছে অফসাইডের কাটায়। আইকনিক লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপদসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি। 

পেনাল্টি থেকে গোলটা করতে এবার ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোলটা তুলে নেন অধিনায়ক। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটা পেয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু খেলার ৪৮ মিনিটে সমতা ফেরান সৌদি আরবের সালেহ আলসেহরি (১-১)। 

সেই এক গোলই যেন ভড়কে দেয় এবারের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা সে গোলের ধাক্কাটা কাটিয়ে উঠতে না উঠতে আরও একটা গোল খেয়ে বসে। ৫৩ মিনিটে সালেম আল দাওসারির দারুণ এক গোলে সৌদি আরব এগিয়ে যায়। অনেক চেষ্টা করেও সেই গোল আর শোধ করতে পারেনি। হার শুরু করতে হল আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে