বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ০৫:১৪:৫৫

ব্রাজিলের ১ম একাদশ ফাঁস হতেই তিতের ছক নিয়ে জোর বিতর্ক!

ব্রাজিলের ১ম একাদশ ফাঁস হতেই তিতের ছক নিয়ে জোর বিতর্ক!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যে কোনও কোচই তার প্রথম একাদশ গোপন রাখতে চান। কিন্তু সার্বিয়ার বিরুদ্ধে বাইশের বিশ্বকাপে নামার আগে ফাঁস হয়ে গেল ব্রাজিল কোচ তিতের প্রথম একাদশ। স্প্যানিশ সংবাদপত্র মার্কার দাবি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে।

স্পেনের কাগজটির দাবিতে আবার সিলমোহর দিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো।’ ব্রাজিলের প্র্যাকটিসের একটি ছবি দিয়ে মার্কা দাবি করেছে, সার্বিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আ'ক্র'ম'ণা'ত্মক ফুটবলে যাবেন তিতে। যে কারণে তিনি ফরওয়ার্ডলাইনের ধার বাড়াতে গ্যাব্রিয়াল জেসুসকে বেঞ্চে বসিয়ে প্রথম একাদশে জায়গা দেবেন ভিনিসিয়াস জুনিয়রকে।

ব্রাজিলের প্রথম একাদশ ফাঁস হতেই তিতের ছক নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। রিয়েল মাদ্রিদের প্রাণভোমরা ভিনিসিয়াস ব্রাজিল দলে প্রথম একাদশে জায়গা পান না। এবার তাকেই স্টার্টিং ইলেভেনে রেখে ছক সাজাচ্ছেন তিতে, এমনই দাবি স্পেনের কাগজটির।

মার্কার দাবি, ব্রাজিলের প্রথম একাদশে আক্রমণভাগ হবে নেইমার জুনিয়র, রিচার্লিসন, আরপাহিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিল ডিফেন্স হবে স্ট্রপার ব্যাকের জায়গায় থাকবেন থিয়াগো সিলভা এবং মারকুইনহোস। দুই দিকের ব্যাকে থাকবেন দানিলো এবং অ্যালেক্স স্যান্দ্রো। 

দানি আলভেস এবং অ্যালেক্স টেলেসকে বেঞ্চে রাখতে চলেছেন তিতে। গোলে খেলবেন আলিসন বেকার। অনেকে দাবি করেছিলেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এডারসনকে শুরু থেকে খেলাবেন তিতে। কিন্তু এই তালিকার দাবি অনুযায়ী, ব্রাজিল তেকাঠির নীচে তিতের প্রথম পছন্দ লিভারপুলের আলিসনই।

পর্যবেক্ষকদের এও ধারণা ছিল, বাইশের বিশ্বকাপে বোধহয় ফ্রেডকে শুরু থেকে ব্যবহার করবেন ব্রাজিল কোচ। কিন্ত তাও হচ্ছে না। বরং ম্যানচেস্টার ইউনাইটেডে ফ্রেডের সতীর্থ ক্যাসেমিরো শুরু করতে পারেন লুকাস পাকুয়েতার সঙ্গে। মার্কার ফাঁস করা তালিকা আদৌ সত্যি কিনা তা বোঝা যাবে বৃহস্পতিবার রাতে। 

তবে এই খবরে ইতিমধ্যেই হইহই পড়ে গিয়েছে। ব্রাজিল ম্যানেজমেন্ট অবশ্য এ নিয়ে কোনও বিবৃতি দেয়নি। আবার কেউ কেউ বলছেন, অনেক সময়ে বড় কোচেরা এই ধরনের শ্যাডো প্র্যাকটিস করিয়ে প্রতিপক্ষের জন্য গোলকধাঁধা তৈরি করতে চান। তিতেও তেমন করেছেন কিনা তা বোঝা যাবে নেমাররা সার্বিয়ার বিরুদ্ধে নামার পরেই। সূত্র: মার্কা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে