বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ০৬:১৪:৫৫

মেসি কেন ইংরেজিতে কথা বলেন না? ফাঁস হলো অবশেষে

মেসি কেন ইংরেজিতে কথা বলেন না? ফাঁস হলো অবশেষে

স্পোর্টস ডেস্ক: ফুটবলারদের ভাষা কী?‌ বহুবার এই প্রশ্নটা উঠে এসেছে। অনেকেই বলে থাকেন, খেলার মাঠে ফুটবলারদের ভাষার কোনও দরকার হয় না। ফুটবলই ফুটবলারদের ভাষা। তবে ইংরেজী জানার যে দরকার আছে, একথা অস্বীকার করার উপায় নেই। 

ধরুন, রেফারির সঙ্গে কোনও বিষয় নিয় কথা বলার প্রয়োজন। রেফারি ইংরেজী ছাড়া কোনও ভাষা জানেন না। তখন কী করবেন? মাঠে তো আর দোভাষী পাওয়া যাবে না। বহুবার এই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে লিওনেল মেসি, নেইমার জুনিয়রদের। দুজনের মধ্যে অদ্ভুত মিল আছে। কেউই ইংরেজীতে কথা বলতে পারেন না। 

দুজনেই নিজের ভাষা কথা বলেন। ইংরেজী বা অন্য কোন আন্তর্জাতিক ভাষা তাঁরা ব্যবহার করেন না কিংবা করতে পারেন না। মেসির ভাষা স্প্যানিশ আর নেইমারের পর্তুগিজ। তাই বলে কি তারা অন্য দেশে গিয়ে খেলছেন না? সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন না? অবশ্যই সব করছেন। তবে তাঁদের নিজেদের ভাষাতেই।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফুটবল খেলছেন লিওনেল মেসি। ফুটবল জীবনের অনেকটা সময় কাটিয়েছেন স্পেনের বার্সেলোনায়। তারপর এখন প্যারিস সাঁ জাঁ–য়। কিন্তু ইংরেজী ভাষার প্রতি তাঁর অবহেলা থেকেই গেছে। 

কখনও তা শেখার চেষ্টা করেননি। শুধু লিওনেল মেসিরই নয়, নেইমারেরও সেই একই সমস্যা। তিনি পর্তুগিজ ছাড়া অন্য কোনও ভাষা জানেন না। ল্যাটিন আমেরিকার ফুটবলাদের ভাষার একটা সমস্যা থেকেই গেছে। হয় স্প্যানিশ, না হলে পর্তুগিজ। ইংরেজি ভাষার জন্য দোভাষীরাই তাঁদের অবলম্বন।

তবে খেলার মাঠে রেফারির সঙ্গে ভাঙা ভাঙা ইংরেজীতেই কথা বলেন লিওনেল মেসি। এক সাক্ষাৎকারে সেকথা স্বীকারও করেছেন। তবে ইংরেজী শেখার যে চেষ্টা তিনি করেননি, এমন নয়। দেড় বছর ধরে ইংরেজী শেখার চেষ্টা করেছিলেন। কিন্তু ফুটবলের মতো তাঁর কাছে সহজ মনে হয়নি। 

এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘‌আমি ইংল্যান্ডে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর প্রথম দিনেই মনে হয়েছিল আমি কিছুই জানি না। কিন্তু ইংল্যান্ডে গেলে ইংরেজী ছাড়া সামনে আর কোনও বিকল্প নেই। ‘‌ইয়েস’, ‘‌নো’‌ দিয়েই কাজ সারতাম। 

আসল সত্যটা হল, আমি ইংরেজী কিছুটা বুঝতে পারি, কিন্তু ভাল বলতে পারি না। ভাঙা ভাঙা বলতে পারি। লাতিন আমেরিকার ফুটবলারদের ইংরেজী নিয়ে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।’ তাই লিওনেল মেসিকে কখনও ইংরেজীতে সাক্ষাৎকার দিতে দেখা যায় না। বিশ্বকাপের মঞ্চেও সেই স্প্যানিশেই সাংবাদিক সম্মেলন করে যাচ্ছেন আর্জেন্তিনা অধিনায়ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে