বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১০:৩৪:১৩

মাঠে নামার আগে ব্রাজিল একাদশ ফাঁস

মাঠে নামার আগে ব্রাজিল একাদশ ফাঁস

স্পোর্টস ডেস্ক: ২০ বছর আগে এশিয়ার মাটিতে শেষ বিশ্বকাপটা জিতেছিল ব্রাজিল। দুই দশক পর আবারও এশিয়ার বুকে ফিরেছে বিশ্বকাপ। কাতারের মাটিতে এবার ২০ বছরের আক্ষেপ ঘোচাতে চায় ব্রাজিল।

সেই লক্ষ্যে আর কিছুক্ষণ পর সার্বিয়ার মুখোমুখি হবেন নেইমাররা। কোচ তিতে এই ম্যাচের জন্য একাদশটা ইতোমধ্যে সাজিয়ে ফেলেছেন। সেই একাদশ সংবাদ মাধ্যমে ফাঁস হওয়ার গুঞ্জনও আছে।

তবে ব্রাজিলের এই দলে চমক নেই খুব একটা। নেইমার আছেন অবধারিতভাবেই। আছেন ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়ুসও। তবে অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেসকে দলে রাখবেন না কোচ, এমন আভাস দিচ্ছে ব্রাজিলীয় সংবাদ মাধ্যম।

গোলবারের নিচে কোচ তিতের প্রথম পছন্দ অ্যালিসন বেকারকেই। রক্ষণে দুই অভিজ্ঞ সেন্টার ব্যাক থিয়াগো সিলভা আর মারকিনিয়োসকে রাখবেন তিনি। দুই ফুলব্যাক হিসেবে থাকবেন দানিলো আর অ্যালেক্স সান্দ্রো। 

মিডফিল্ডে আছেন ক্যাসেমিরো, সঙ্গে আছেন লুকাস পাকেতাও। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের আভাস, সেলেসাওরা আজ নামবে চার ফরোয়ার্ড নিয়ে। সেই চার ফরোয়ার্ড হলেন– নেইমার, রাফিনিয়া, ভিনিসিয়ুস ও রিচার্লিসন। 

ব্রাজিল খেলবে ৪-২-৩-১ ছকে। যেখানে ডাবল পিভোটে থাকবেন পাকেতা আর ক্যাসেমিরো। তাদের সামনে নেইমার থাকবেন আক্রমণ গড়ে দেওয়ার দায়িত্ব নিয়ে। রাফিনিয়া আর ভিনিসিয়াসকে রাখা হয়েছে দুই উইংয়ে, সামনে সেন্টার ফরোয়ার্ড হিসেবে দেখা যাবে রিচার্লিসনকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন; দানিলো, সিলভা, মারকিনিয়োস, সান্দ্রো; পাকেতা, ক্যাসেমিরো; রাফিনিয়া, নেইমার, ভিনিসিয়াস; রিচার্লিসন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে