শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ০৪:৪৫:১০

বিশ্বকাপের মধ্যেই গ্রেফতার ইরানের ফুটবলার

বিশ্বকাপের মধ্যেই গ্রেফতার ইরানের ফুটবলার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীতে গলা মেলাননি ইরানের ফুটবলাররা। সেই নিয়ে এ বার ঝামেলা শুরু হয়ে গেল ইরানে। ইরান সরকারের বিরুদ্ধে মুখ খোলার অপরাধে সে দেশের এক ফুটবলারকে গ্রেফতার করা হল। 

ভোরিয়া ঘাফৌরি নামে ওই ফুটবলার গত বিশ্বকাপেও ইরানি দলে ছিলেন। এ বার জায়গা পাননি। তবে ঘরোয়া লিগে নিয়মিত খেলেন। ইরান সরকার স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে ভোরিয়ার মতো অন্য কেউ মুখ খুললে তাদেরও একই পরিণতির শিকার হতে হবে।

সাম্প্রতিক সময় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম বড় নাম ভোরিয়া। ক্লাবের অনুশীলনের পরই গ্রেফতার করা হয়েছে তাকে। ইরানে হিজাব-বিরোধী আন্দোলনকে সমর্থন করার পাশাপাশি দেশের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। 

ভোরিয়া আদতে কুর্দিশ। সেই কারণেই তাকে গ্রেফতার হতে হল কিনা প্রশ্ন উঠেছে। কারণ গত কয়েক দিনে ইরানের কুর্দিশ এলাকাগুলিতে ব্যাপক ধ'রপা'কড় হচ্ছে। গত সপ্তাহে প্রচুর মানুষকে হ'ত্যা করা হয়েছে। ভোরিয়া এখন খেলেন ফুলাদ খুজেস্তান ক্লাবের হয়ে। আগে তিনি ইরানের প্রথম সারির ক্লাব এস্তেঘলালের অধিনায়ক ছিলেন। 

কিছু দিন আগেই তার চুক্তি বাতিল করা হয়। শোনা গিয়েছে, সেটাও সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্যেই। ইরানে হিজাব-বিরো'ধী আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করেছেন ভোরিয়া। কুর্দিশ পোশাক পরে ছবিও দিয়েছেন। এতেই চটেছে সে দেশের সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে