সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১২:৩৯:১৮

নেইমারের কি বিশ্বকাপ শেষ? কোচ তিতের কণ্ঠে হতাশা!

নেইমারের কি বিশ্বকাপ শেষ? কোচ তিতের কণ্ঠে হতাশা!

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে কি আর খেলতে পারবেন নেইমার? না কি এবারের মতো বিশ্বকাপ শেষ হয়ে গেল তার? গত দুদিন ধরে এই প্রশ্নই ঘুরছে ব্রাজিল সমর্থকদের মনে। অবশেষে নেইমারের চোট নিয়ে মুখ খুললেন দলের কোচ তিতে। তবে খুব বেশি আশার কথা শোনাতে পারলেন না তিনি। নেইমারের কি বিশ্বকাপ শেষ? কোচ তিতের কণ্ঠে হতাশা!

তিতে জানিয়েছেন, তিনি আশা করছেন যে নেইমার আবার দলে ফিরবেন। ব্রাজিলের আর এক ফুটবলার দানিলোও চোট পেয়েছেন। তিনিও চোট সারিয়ে ফিরবেন বলে আশা করছেন তিতে। কণ্ঠে হতাশা তিনি বলেছেন, ‘‘আমি চিকিৎসক নই। বিশেষজ্ঞও নই। তবে আমি বিশ্বাস করি চোট সারিয়ে নেইমার ও দানিলো দলে ফিরবে। আবার ব্রাজিলের হয়ে খেলবে ওরা।’’

ব্রাজিলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। নেইমার খেলতে না পারলে পরিবর্ত ফুটবলার রয়েছে তিতের হাতে। তবে নেইমারের বিকল্প নেই বলেই জানিয়েছেন ব্রাজিল কোচ। বলেছেন, ‘‘নেইমারের মতো ফুটবলাররা মাঠে অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারে। নেইমার আমাদের জন্য কী করেছে তা সবাই জানে। ওর বিকল্প পাওয়া কঠিন।’’

চোট সারাতে নেইমার ২৪ ঘণ্টা ফিজিয়োর সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন ব্রাজিলে তার সতীর্থ মারকুইনোস। তিনি বলেন, ‘‘নেইমার ২৪ ঘণ্টা ফিজিয়োর সঙ্গে থাকছে। এটা থেকেই প্রমাণিত সে দলে ফিরতে কতটা মরিয়া। আমরা জানি না নেইমার কবে ফিরতে পারবে। তবে আমরা চাইব দ্রুত সুস্থ হয়ে সে মাঠে নামুক।’’

চোট সারানোর মাঝেই দলের সঙ্গে যাতে নেইমাররা সময় কাটান সে দিকে নজর রাখছেন তিতে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে রোববার ব্রাজিলের অনুশীলনে তিনি জোর করে নেইমার ও দানিলোকে পাঠিয়েছেন। নেইমার মাঠে থাকলে সতীর্থদের আত্মবিশ্বাস বাড়ে। সেটা জানেন তিতে। তাই এই কাজ করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে