সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ০২:০৩:১২

বিশ্বকাপে দেশের এমন হার মানতে না পেরে রাজধানী জ্বালালেন সমর্থকরা!

বিশ্বকাপে দেশের এমন হার মানতে না পেরে রাজধানী জ্বালালেন সমর্থকরা!

স্পোর্টস ডেস্ক: কাতারে হারলেন কেভিন দ্য ব্রুইনরা আর বেলজিয়ামের রাজধানীতে জ্বলল আগুন। ব্রাসেলসের রাস্তায় গাড়ি জ্বালিয়ে দেন সমর্থকরা। রোববার বেলজিয়াম ০-২ গোলে হেরে যায় মরক্কোর বিরুদ্ধে। বিশ্বকাপে দেশের এমন হার মানতে না পেরে রাজধানী জ্বালালেন সমর্থকরা।

পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন অনেকে। বাধ্য হয়ে কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে কিছু জনকে। দ্য ব্রুইনদের হার মেনে নিতে পারেননি দেশের সমর্থকরা। তাঁরা ব্রাসেলসে দোকানের কাচ ভাঙেন, আগুন জ্বালিয়ে দেন গাড়িতে। 

পুলিশ জানিয়েছে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কিছু জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ম্যাচ শেষ হওয়ার আগেই বেশ কিছু সমর্থক রাস্তায় নেমে পড়েন। তারা মুখ ঢেকে রেখেছিলেন। সেই সব সমর্থকরা এমন কাণ্ড শুরু করেন, যা সাধারণ মানুষের ক্ষতি করে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, “রাস্তায় নেমে পড়া সমর্থকদের হাতে রড ছিল। এক সাংবাদিকের মুখের উপর বাজি ফাটানো হয়। পুলিশের উপরও আক্রমণ করা হয়। সেই কারণে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়, যাতে সংঘর্ষ ছড়িয়ে না পড়ে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে