সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ০৩:০৭:২৫

আগে ব্রাজিলের নোংরা রাজনীতি জানুন, নেইমারকে অপছন্দের কারণও জেনে যাবেন!

আগে ব্রাজিলের নোংরা রাজনীতি জানুন, নেইমারকে অপছন্দের কারণও জেনে যাবেন!

সিদ্ধার্থ সিধু: ব্রাজিলের রাজনীতিতেও দুটি শক্তিশালী পক্ষ রয়েছে। ডান আর বাম। ঘুরে ফিরে এরাই ক্ষমতায় আসা-যাওয়া করে। বামদের নেতা লুলা ডা সিলভা আর ডানদের নেতা জেয়ার বলসোনারো। 

এই দুই নেতার আবার এক জায়গা মিল আছে, সেটা হলো লুলা ডা সিলভা দু'র্নী'তিগ্র'স্ত নয়, কিন্তু বলসোনারো দু'র্নী'তিগ্র'স্ত আবার বলসোনারো ড্রা'গকে আশ্রয় দেয় না কিন্তু লুলা ডা সিলভা ড্রা'গ মা'ফি'য়াদের আশ্রয়স্থল।

জেনে রাখা ভালো, দক্ষিণ আমেরিকার দেশগুলোর সবচেয়ে বড় অ'ভিশা'প এই ড্রা'গ সি'ন্ডিকে'ট। মেক্সিকো, ব্রাজিলসহ ল্যাটিন আমেরিকাও দেশগুলো এই সিন্ডিকেটের জালে আষ্টে-পিষ্টে জড়িয়ে গেছে।

সত্যি বলতে ব্রাজিলের গর্ব করার মতো যদি কিছু থেকে থাকে তাহলো ফুটবল ও আমাজন বন। এর বাহিরে আর কিছু বাঁচা নেই বলার মতো। সবকিছুই শেষ করে দিয়ে দেশটির নোংরা রাজনীতি। কথা হচ্ছে ফুটবল বিশ্বকাপ ও নেইমারকে কেন অপছন্দ তাদের দেশের মানুষের।

আগে ব্রাজিলের নোংরা রাজনীতি জানুন, নেইমারকে অপছন্দের কারণও জেনে যাবেন! আগেই বলেছিলাম ব্রাজিলের রাজনীতিতেও দুটি শক্তিশালী পক্ষ রয়েছে। দেশের ৮০ শতাংশ মানুষ ঘুরে ফিরে এই দুই পক্ষেই থাকে। নেইমার বা তার পরিবারও এর বাহিরে নয়। 

সদ্য সমাপ্ত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্তি নেতা জেয়ার বলসোনারোকে সমর্থন করে ছিল নেইমার ও তার পরিবার। এক ধাপ এগিয়ে নেইমারতো এটাও বলে ফেলেছিলেন বিশ্বকাপে দেওয়া প্রথম গোল বলসোনারোকে উৎসর্গ করবেন। ব্যস এখানেই ভুলটা করে ফেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

বাম শিবির এটাকে মোটেও ভালো দৃষ্টিতে দেখেনি। রাজনীতিতে কিছু অন্ধ সমর্থকরাও থাকেন। তাদের দিয়ে সবকিছু সম্ভব। তাদের অন্ধ সমর্থক এই জন্য বলা হয়, কারণ তাদের যা বোঝানো হয় বা শেখানো হয় তার বাহিরে তারা না কিছু দেখে, না কিছু বোঝে।

২০১৪-বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির বিরুদ্ধে নেইমারহীন ব্রাজিলের অস্তিত্ব কোথায় তা পুরো বিশ্বা দেখে ছিল। পুরো টুনামেন্টে দাপটের সঙ্গে খেলা ব্রাজিল সেমি-ফাইনালে ৭ গোল খেয়েছিল। বলা ভালো ব্রাজিলের ফুটবল ইতিহাসের কলঙ্কজনক একটি রাত ছিল সেটি।

পুরো টুনামেন্টে দাপটের সঙ্গে খেলেছিল নেইমারের ব্রাজিল আর সেমি-ফাইনালে খেলেছিল নেইমারহীন ব্রাজিল। আর পুরো বিশ্ব সাক্ষী ছিল বর্তমানে নেইমারহীন ব্রাজিলের অস্তিত্ব কোথায়? আজ তোমরা তোমাদের ফুটবলের অস্তিত্বের সঙ্গে রসিকতা করছো নোংড়া রাজনীতির লোভে!

আটলান্টিক মহাসাগরের তীরে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্রটি আজ সারা বিশ্বের মানুষদের হৃদয়ে অবস্থান করে নিয়েছেন তাদের ফুটবলের জাদুতে। সত্যি বলতে ফুটবল ছাড়া এই বিশ্বের কাছে ব্রাজিলের অস্তিত্বই নেই। আর বর্তমানে নেইমারহীন ব্রাজিলও কল্পনা করা সম্ভব নয়।

নেইমার কারো শত্রু নয়। রাজনৈতিক বা কোন দলের অন্ধ ভক্ত হয়ে বিবেকহীন চিন্তা-ভাবনা করা বন্ধ করুন। নেইমার-মেসিরা ঈশ্বরের দেওয়া ফুটবলের আর্শিবাদ। তাদের সন্মান করতে শিখুন। ওরা শত প্রতিকূলতাকে পরাস্ত করে এই পৃথিবীতে দিতে এসেছে। ঘৃণা নয় ওদের ভালোবাসতে শিখুন।

বি:দ্র: এটি লেখকের নিজস্ব মতামত। এমটিনিউজ২৪ডটকমের সম্পাদকীয় নীতি এই মতামতের জন্য দায়ী নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে