সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ০৪:৪৮:৩৭

ঘেঁটে ঘ পয়েন্ট টেবিল, কে যাবে কে থাকবে বোঝা যাচ্ছে না!

ঘেঁটে ঘ পয়েন্ট টেবিল, কে যাবে কে থাকবে বোঝা যাচ্ছে না!

স্পোর্টস ডেস্ক: রোববার কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সম্ভবত হয়ে গেল স্পেন এবং জার্মানির মধ্যে। ধারে-ভারে একে অপরকে পাল্লা দেয় বিশ্ব ফুটবলের শক্তিশালী দুই টিম। এই ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। 

তবে ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ ড্র হয়ে যায়। আর এই ম্যাচ ড্র হওয়ার ফলে নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল জার্মানি। আর স্পেনের অপেক্ষা একটু দীর্ঘ হল। এ ছাড়াও এই ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকা জাপানকে হারিয়ে দিয়ে খেলা পুরো জমিয়ে দিয়েছে। 

এখন গ্রুপের যা পরিস্থিতি, তাতে চারটি দলই নকআউটের জন্য যোগ্যতা অর্ঝন করতে পারে। আর গ্রুপ ‘এফ’-এরও লড়াই জমজমাট। এ দিন বেলজিয়ামকে হারিয়ে চমকে দিয়েছে মরক্কো। আবার ক্রোয়েশিয়া দুরন্ত ছন্দে কানাডাকে হারিয়ে দিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এসেছে। 

ছিটকে গিয়েছে কানাডা। তবে এই গ্রুপের প্রথম তিন দলেরই অর্থাৎ- ক্রোয়েশিয়া, মরক্কো এবং বেলজিয়ামের নকআউট ওঠার সুযোগ রয়েছে। একথায় ঘেঁটে ঘ পয়েন্ট টেবিল, কে যাবে কে থাকবে বোঝা যাচ্ছে না! শেষ ম্যাচে শুধু দলগুলোর জয় নয়, ড্র ও হারর থেকে গোল সংখ্যাও বিচার করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে