সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ০৭:২৬:২৫

অবশেষে যিনি নামছেন নেইমারের পরিবর্তে!

অবশেষে যিনি নামছেন নেইমারের পরিবর্তে!

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। তারকায় ভরা সেলেসাও চাইবে সুইজারল্যান্ডের বিপক্ষে জিতে নক আউট পর্ব নিশ্চিত করতে। তবে, ইনজুরির কারণে এই ম্যাচে ব্রাজিল পাচ্ছে না দলটির মূল তারকা ফুটবলার নেইমারকে। সাবেক বার্সা তারকা পরিবর্তে একাদশে কাকে খেলানো হবে তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

অন্যদিকে বলা হয়ে থাকে ব্রাজিল নেইমার নির্ভর দল নয়। ভিনিসিয়ার জুনিয়র, রাফিনিয়া, জেসুস, রিচার্লিসনদের মতো তরুণ ফুটবলার রয়েছে দলটিতে। ব্রাজিল যে আসলেই নেইমারের উপর নির্ভরশীল নয় সেটি প্রমাণ করার সময় আজ। নেইমারবিহীন ব্রাজিল কেমন খেলে সেটি দেখার জন্যও মুখিয়ে অনেকে

তবে পিএসজি তারকার এমন পজিশনে বিকল্প ফুটবলার বের করা কঠিন। তবুও ব্রাজিলকে তার বিকল্প ফুটবলারকে নিয়েই মাঠে নামতে হবে।

অবশেষে সেলসাও শিবিরে বিকল্প ফুটবলার হিসেবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জানায়, ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফ্রেদেরিকো রদ্রিগেস দে পাউলা সান্তোস (ফ্রেড) আজ সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হয়ে মাঠে নামবে। 

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা গত ২৫ নভেম্বর রাত ১ টায় লুসাইল আকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে ‘জি’ গ্রুপের প্রথম লড়াইয়ে খেলতে নেমে চোটের কারণে হারায় তাদের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে। 

খেলার ৮০ মিনিটের মাথায় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় প্যারিস সেন্ট জার্মেইয়ের এই উইঙ্গারকে। চোট এতটা ভয়াবহ যে সুইজারল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে না। এমনকি ক্যামেরুনের বিপক্ষেও তিনি খেলতে পারেবেন কিনা সন্দেহ। তাই, সাবেক বার্সা তারকার অভাব পূরণ করতে আজ মাঠে নামছে ফ্রেড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে