সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ০৭:৩৮:৩১

বিশ্বকাপে রেকর্ড গড়লেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার

বিশ্বকাপে রেকর্ড গড়লেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার

স্পোর্টস ডেস্ক: কাতারের আল বায়াত স্টেডিয়ামে রবিবার স্পেনের বিরুদ্ধে ম্যাচ ১-১ ড্র করেছে জার্মানি। কাতার বিশ্বকাপে বেঁচে রয়েছে জার্মানদের স্বপ্ন। এদিকে ওই ম্যাচেই গোলরক্ষকদের তালিকায় রেকর্ড গড়ে ফেললেন অধিনায়ক ম্যানুয়েল নয়ার।

জার্মানির এই অভিজ্ঞ গোলকিপার ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথমবার অংশ নেন। সে বার জার্মানি সেমিফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছিল। কাকতালীয়ভাবে আল বায়াত স্টেডিয়ামে রবিবারের ম্যাচ ছিল স্পেনের বিরুদ্ধে। যেটি তাঁর বিশ্বকাপে খেলা ১৮তম ম্যাচ। 

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলকিপারের তালিকায় উঠে এসেছেন নয়ার। নয়ারের পাশাপাশি গোলকিপার হিসেবে ১৮টি বিশ্বকাপ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের ক্লডিও টাফারেল এবং জার্মানির সেপ মেয়ারের। ন্যুয়েরের এটি চতুর্থ বিশ্বকাপ। জার্মানির হয়ে খেলা অন্য কোনও গোলকিপারের এই নজির নেই।

দীর্ঘদিন ধরে জার্মানির জাতীয় দলের মুখ ম্যানুয়েল নয়ার। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা গোলকিপারদের মধ্যে একজন। বিশ্বকাপ শুরু আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অনুরাগীদের অবাক করে দেন নয়ার। ত্বকের ক্যান্সারে ভুগছিলেন তিনি। তিনবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে। তারপরও তার চতুর্থতম বিশ্বকাপ খেলা আটকায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে